ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২০:১১, ১১ আগস্ট ২০১৮

পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যথাযথ পদক্ষেপ না নেয়ায় পাকিস্তানের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে পাকিস্তানে সামরিক সহায়তা আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার পাকিস্তানের সামরিক বাহিনীকে দেয়া প্রশিক্ষণও বন্ধ করে দিচ্ছে। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামে (আইএমইটি) ৬৬ পাকিস্তান সেনা কর্মকর্তা প্রশিক্ষণ নেন। কিন্তু তাদের বাদ দিয়ে অন্য দেশ থেকে নেয়া হতে পারে। কিন্তু দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে উভয় দেশের কর্মকর্তারাই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে ইতোমধ্যে জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে রাশিয়া। উল্লেখ্য, গত এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সামরিক বাহিনীকে শিক্ষাসহ বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দিতো মার্কিন সেনাবাহিনী। সূত্র: রয়টার্স
×