ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৃত্যশিল্পী থেকে চিত্রনায়িকা বিন্দিয়ার পথচলা

প্রকাশিত: ০২:২২, ১১ আগস্ট ২০১৮

নৃত্যশিল্পী থেকে চিত্রনায়িকা বিন্দিয়ার পথচলা

স্টাফ রিপোর্টার ॥ ছোটবেলায় উদীচী শিল্পীগোষ্ঠীতে নাচ ও গান শেখার মধ্যদিয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ চিত্রনায়িকা বিন্দিয়া কবিরের। কোন এক সময়ে বাবা-মাকে হারিয়ে পরিবার কাঁধে নিয়ে কর্ম জীবনে প্রবেশ। পরবর্তীতে এফডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলী শাকুর হাত ধরে চলচ্চিত্রে প্রবেশ করেন। সুযোগ পান জি সরকার পরিচালিত ‘জান’ চলচ্চিত্রে অভিনয় করার। তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক ও মডেল ইমন। প্রথম চলচ্চিত্রে অভিনয় সম্পর্কে বিন্দিয়া বলেন, শরীর কাঁপছিলো ক্যামেরা সামনে দাঁড়িয়ে। শুটিংসেটে প্রথম গিয়ে ইমন ভাইয়ের সঙ্গে কথা বলার সাহস পাচ্ছিলাম না। সিনেমা মুক্তি পেলো। প্রচুর রেসপন্সও পেলাম দর্শকদের কাছ থেকে। পরে একেএম আজাদ খান পরিচালিত ‘দাবাং’ ছবিতে কাজ করার সুযোগ পান। সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান। দীর্ঘ বিরতির পর চিত্রজগতে ফেরেন এম এ রহিম পরিচালিত ‘মার্ডার-২’ সিনেমা দিয়ে। সেখানে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক শাহরিয়াজ। এই সিনেমার পর বিন্দিয়া অভিনয় করেন রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘মাস্তান পুলিশ’ চলচ্চিত্রে। চিত্রনায়ক কাজী মারুফ ছিলেন তার সহশিল্পী। বড় পর্দায় অভিনয়ের ফাঁকে এই অভিনেত্রী বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। পেয়েছেন দর্শক-নির্মাতার বাহবা। বর্তমানে বিন্দিয়া রাকিবুল ইসলাম রাকিবের ‘অগ্নিশিখা’ ও ‘মাঝির প্রেম’ নামে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
×