ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এই সময়ে চিত্রনায়িকা বিন্দিয়া কবির

প্রকাশিত: ০৪:১৩, ১২ আগস্ট ২০১৮

 এই সময়ে চিত্রনায়িকা  বিন্দিয়া কবির

স্টাফ রিপোর্টার ॥ ছোটবেলায় উদীচী শিল্পীগোষ্ঠীতে নাচ ও গান শেখার মধ্যদিয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ বিন্দিয়া কবিরের। কোন এক সময়ে বাবা-মাকে হারিয়ে পরিবার কাঁধে নিয়ে কর্মজীবনে প্রবেশ। পরবর্তীতে বিএফডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলী শাকুর হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। জি সরকার পরিচালিত ‘জান’ চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক ও মডেল ইমন। প্রথম চলচ্চিত্রে অভিনয় সম্পর্কে বিন্দিয়া বলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে শরীর কাঁপছিল। শূটিংসেটে প্রথম গিয়ে ইমন ভাইয়ের সঙ্গে কথা বলার সাহস পাচ্ছিলাম না। চলচ্চিত্রটি মুক্তি পেল। প্রচুর রেসপন্সও পেলাম দর্শকদের কাছ থেকে। পরে একেএম আজাদ খান পরিচালিত ‘দাবাং’ চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। সেই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান। দীর্ঘ বিরতির পর এম এ রহিম পরিচালিত ‘মার্ডার-২’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্র জগতে ফেরেন। সেখানে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক শাহরিয়াজ। এই চলচ্চিত্রের পর বিন্দিয়া অভিনয় করেন রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘মাস্তান পুলিশ’ চলচ্চিত্রে। চিত্রনায়ক কাজী মারুফ ছিলেন তার সহশিল্পী। বড় পর্দায় অভিনয়ের ফাঁকে এই অভিনেত্রী বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। পেয়েছেন দর্শক-নির্মাতার বাহবা। বর্তমানে বিন্দিয়া রাকিবুল ইসলাম রাকিবের ‘অগ্নিশিখা’ ও ‘মাঝির প্রেম’ নামে দুটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
×