ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চায় আমেরিকা ’

প্রকাশিত: ১৮:১৩, ১২ আগস্ট ২০১৮

‘ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চায় আমেরিকা ’

অনলাইন ডেস্ক ॥ ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন তার উদ্দেশ্য নতুন সমঝোতা সই করা নয় বরং তিনি ইরানকে আমেরিকার মোকাবিলায় আত্মসমর্পণে বাধ্য করতে চান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির উপদেষ্টা নাথালি টকসি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তার ১১টি প্রতিবেদনে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে। এ অবস্থায় ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। টকসি বলেন, ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করার জন্য দেশটির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অযৌক্তিক। তিনি আরো বলেন, একটি সফল আলোচনার জন্য প্রতিদ্বন্দ্বী দু’টি পক্ষকে সদিচ্ছার পরিচয় দিতে হয়। ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিক বলেন, গত ১২ বছরের আলোচনা শেষে আমেরিকার প্রতি যে কিছুটা আস্থা তৈরি হয়েছিল ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তাও ধ্বংস করে দিয়েছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞা মানবে না ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং গত সপ্তাহে তেহরান বিরোধী নিষেধাজ্ঞার প্রথম পর্যায় বাস্তবায়ন করেন। এর আগে গত মাসের শেষদিকে তিনি হোয়াইট হাউজে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, তিনি ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চান। তবে তেহরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
×