ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ কাল

প্রকাশিত: ০১:০২, ১২ আগস্ট ২০১৮

তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ কাল

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের সপ্তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। মানিকগঞ্জের জোকায় ২০১১ সালের এই দিনে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত হয় তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিন চলচ্চিত্রকর্মী। তাদের এই অকাল প্রয়াণে বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়। এ শূনস্থান পূরণ হবার নয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও মুভিয়ানা ফিল্ম সোসাইটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল-সংলগ্ন সড়কদ্বীপে তারেক-মিশুক স্মৃতিস্থাপনা প্রাঙ্গনে বিকাল ৫টায় রয়েছে স্মারক বক্তৃতা। বক্তৃতার বিষয় ‘দেশভাগের চলচ্চিত্র: পর্যালোচনা ও বিশ্লেষণ’। মুল বক্তা চলচ্চিত্রকার আকরাম খান। স্মারক বক্তৃতার পর ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের চলচ্চিত্র বিষয়ক কর্মশালা’র সমাপনী ও কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ আলোচনা। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত স্মরণানুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। এছাড়াও আয়োজনে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করবেন তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবারের সদস্যবৃন্দ এবং সহকর্মী ও শুভার্থীগণ। স্মরণ আলোচনা ও স্মারক বক্তৃতা আয়োজনে প্রারম্ভিক আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ক্যাথরিন মাসুদ। স্মরণ আলোচনা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। আয়োজনে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।
×