ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাংকিং খাতের আধিপত্যের দিনে ১৬ শতাংশ লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০১:০৪, ১২ আগস্ট ২০১৮

ব্যাংকিং খাতের আধিপত্যের দিনে ১৬ শতাংশ লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ১৬ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৮১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৭০৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২০৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর শেষ বিকেল পর্যন্ত আর তা অব্যাহত থাকেনি। বিশেষ করে ব্যাংকিং খাতের শেয়ার দর বাড়ার কারণে অন্যসব খাতগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৯২ পয়েন্টে। বাজার পর্যালোচনায় দেখা গেছে চাহিদার শীর্ষে ব্যাংকিং খাত থাকলেও লেনদেনের আধিপত্য ধরে রেখেছে জুন ক্লোজিং কোম্পানিগুলো। রবিবারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিবিএস ক্যাবলসের ৪ হাজার ৩৫৩ বারে ৩০ লাখ ৮৪ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানির ২৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির ২ হাজার ৫৯৮ বারে ৭৭ লাখ ৪ হাজার ৭৬৪টি শেয়ার লেনদেন করে। লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়্যার, আমান কটন ফেব্রিক্স ও হামিদ ফেব্রিক্স লিমিটেড। একইসাথে দিনটিতে দর হারানোর শীর্ষে ছিল জেড ক্যাটাগরির শেয়ারগুলো। দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর রবিবার সর্বশেষ ৮৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ১২৬ বারে ৯ হাজার ৮৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ লাখ টাকা। এছাড়া তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আমান কটন ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.১ শতাংশ কমে সর্বশেষ ৬৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটি ৫ হাজার ২১৩ বারে ২২ লাখ ৬৭ হাজার ৮০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ১৯ লাখ টাকা। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, দুলামিয়া কটন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশন ও শাশা ডেনিমস লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যারামাউন্ট টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, গ্রামীন স্কীম-২, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আমান কটন লিমিটেড, বিবিএস কেবল, রিজেন্ট টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুড ও রূপালী ব্যাংক।
×