ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাস্পিয়ান সাগরের ভাগাভাগি নিয়ে রাশিয়া, ইরানসহ ৫ দেশের চুক্তি

প্রকাশিত: ২২:২০, ১৩ আগস্ট ২০১৮

কাস্পিয়ান সাগরের ভাগাভাগি নিয়ে রাশিয়া, ইরানসহ ৫ দেশের চুক্তি

অনলাইন ডেস্ক ॥ কাস্পিয়ান সাগরের তেল এবং গ্যাস ভাগাভাগি নিয়ে ঐতিহাসিক চুক্তি করেছে রাশিয়া, ইরান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান। গতকাল রবিবার দেশগুলো তেল এবং গ্যাস কিভাবে দেশগুলোর মধ্যে ভাগ করা যায় তা নিয়ে একমত হয়। এর ফলে সাগরে সম্পদ অনুসন্ধান নিয়ে ২২ বছর ধরে চলমান বিরোধের অবসান ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। খবর আল জাজিরার। খবরে বলা হয়, রবিবার কাজাকিস্তানের বন্দর নগর আকতাউয়ে চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি অনুসারে কাস্পিয়ান সমুদ্রকে একই সঙ্গে হ্রদ ও সাগর হিসেবে বিবেচনা করা হবে। হ্রদ হিসেবে বিবেচনা করার কারণে এর পানি পাঁচ দেশের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। কিন্তু সমুদ্র হিসেবে বিবেচনা করা হলে প্রত্যেক দেশ সমুদ্রের তটরেখার একটি অংশ পাবে। গত তিন দশক ধরে দেশগুলোর মধ্যে সাগরের সম্পদ ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল। আল জাজিরার প্রতিবেদক বলেন, এই সমস্যাটি আদতে ছিল এই বিতর্ক নিয়ে যে, আপনি কাস্পিয়ানকে হ্রদ হিসেবে বিবেচনা করবেন না কি সমুদ্র হিসেবে? এই চুক্তি অনুসারে, এটা আসলে কোনটাই নয়। তাই পানির উপরিভাগ ও নিম্নভাগ নিয়ে ভিন্ন নিয়মের প্রয়োগ ঘটবে। চুক্তিতে এখনো ঠিক হয়নি কোন দেশ কোন অংশটুকু পাচ্ছে। তবে অংশীদাররা অঞ্চলটুকু ‘তালাবন্দী’ করতে সম্মত হয়েছে। এতে করে কেবল এই দেশগুলোই এর উপকূলে বিচরণের অধিকার পাবে। অন্য কোন দেশ বা শক্তিকে এই অঞ্চলে ঢুকতে দেওয়া হবে না। তাই যুক্তরাষ্ট্র, ন্যাটো, চীন এরা সবাই এর বাইরে থাকবে।
×