ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করছিলেন মোহাম্মদ সালাহ!

প্রকাশিত: ১৯:০২, ১৪ আগস্ট ২০১৮

গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করছিলেন মোহাম্মদ সালাহ!

অনলাইন ডেস্ক ॥ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করছেন, লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহর এরকম একটি ভিডিও দেখার পর পুলিশকে জানানো হয়েছে। একটি টুইট বার্তায় মার্সেইসাইড পুলিশ নিশ্চিত করছে যে, ওই ভিডিওটি 'সংশ্লিষ্ট বিভাগে' পাঠানো হয়েছে। লিভারপুল ক্লাবের একজন মুখপাত্র বলেছেন, খেলোয়াড়ের সঙ্গে আলাপ আলোচনার পরেই তারা ভিডিওটির বিষয়ে পুলিশকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী যেকোনো পদক্ষেপ হবে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়। টুইটারে ছড়িয়ে পড়াওই ভিডিওতে দেখা যায়, মিশরীয় নাগরিক মোহাম্মদ সালাহ, যিনি লিভারপুলের হয়ে গত মৌসুমে ৪৪টি গোল করেছেন, চালকের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। এ সময় তার গাড়িটি ভক্তরা ঘিরে ধরেছিলেন, যাদের মধ্যে শিশুরাও ছিল। লিভারপুল মুখপাত্র বলছেন, ''খেলোয়াড়ের সঙ্গে আলাপের পর মার্সেইসাইড পুলিশ কর্তৃপক্ষকে ভিডিওটির বিষয়ে জানানো হয়েছে এবং কি পরিস্থিতিতে সেটি ধারণ করা হয়েছিল, তাও বলা হয়েছে। '' ''আমরা খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে পরবর্তী যেকোনো পদক্ষেপ অভ্যন্তরীণভাবে নেয়া হবে।'' ''এ বিষয়ে ক্লাব বা খেলোয়াড়ের পক্ষ থেকে আর কোন মন্তব্য করা হবে না।' সূত্র ॥ বিবিসি
×