ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা দেশের সব সেক্টরে উন্নয়ন ঘটিয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:৪৯, ১৪ আগস্ট ২০১৮

শেখ হাসিনা দেশের সব সেক্টরে উন্নয়ন ঘটিয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সেক্টরে উন্নয়ন ঘটিয়েছেন। স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন আজ বিশ্বের রোল মডেল। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু দিয়েছেন। আপনাদের জীবনমান উচুতে তুলে দিয়েছেন। এখন আপনাদের দেয়ার পালা। আসছে জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা সেই দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, এমপি, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামীলীগের জনসংখ্যা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. শহীদুল্লাহ সিকদার প্রমুখ। স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামীলীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ষড়যন্ত্রের বিষাক্ত সাপের বিষয়ে সতর্ক থাকতে হবে। নানা রঙে, নানা কৌশলে বড় বড় কথা বলে ষড়যন্ত্রকারীরা দেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের ধারাবাহিকতায় আঘাত হানতে চায়। তাদের ছাড় দেয়ার কোন প্রশ্নই উঠে না। ১৯৭৫ সালে ছাড় দিয়ে আমরা সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু, চার জাতীয় নেতাসহ অনেক স্বজনকে হারিয়েছি। তাই সকল ষড়যন্ত্র গোড়াতেই নির্মূল করা হবে। গুজব রটনাকারী ও তথাকথিত কিছু সংখ্যক বুদ্ধিজীবীদের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন ? এই ধরনের তথাকথিত সমালোচকদের কথা শোনার অর্থ হলো জেনেশুনে বিষ পান করা। বিএনপির সঙ্গে সব ধরনের সংলাপ উড়িয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় জনগণের কথা শুনে থাকেন। কোটার বিষয়টি সমাধানের পথে রয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ইতোমধ্যে নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান নষ্টকারীদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্য কোনো দেশে স্বাধীনতা আনয়নকারী নেতা, জাতির পিতাকে দলমত নির্বিশেষে সম্মান করেন। কিন্তু বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তিরা জাতির পিতার অস্তিত্ব বিলীন ও সম্মান নষ্ট করতে তৎপর থাকে। মিথ্যা জন্মদিবস দিয়ে উল্লাস করে বঙ্গবন্ধুকে অসম্মান করতেও দ্বিধা করে না। তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মোহাম্মদ নাসিম। অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধী অপশক্তির কাছ থেকে বাংলাদেশকে পুনরায় উদ্ধার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। আমাদের সকলের উচিত বাংলাদেশকে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর মহাসচিব সভাপতি অধ্যাপক ডা. এম. আজিজ বলেন, শুধু মুখে বঙ্গবন্ধুর কথা বললেই হবে না, ব্যক্তিগত স্বার্থ, লোভ-লালসার ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কর্মের মাধ্যমে-এর প্রতিফলন ঘটিয়ে কর্মজীবনকে সার্থক করে তুলতে হবে।
×