ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ২১ লাখ মিটার কারেন্ট জালসহ গ্রেফতার ১৯

প্রকাশিত: ০৩:২৬, ১৪ আগস্ট ২০১৮

মুন্সীগঞ্জে ২১ লাখ মিটার কারেন্ট জালসহ গ্রেফতার ১৯

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে ২১ লাখ মিটার কারেন্ট জাল ও কারেন্ট জাল তৈরীর জন্য ১৫ হাজার ববিন ভর্তি মনোফিলামেন্ট সুতা জব্দ করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১৯ ব্যক্তিকে। মঙ্গলবার সকালে সদরের মালিপাথর গ্রামে এ অভিযানের নের্তৃত্ব দেন র‍্যাব সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান, মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও র‍্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম। র‍্যাব জানায়, সকাল ৮টার দিকে এই অভিযান শুরু হয়। গ্রেফতারকৃতরা হলো- ইয়াসির আরাফাত রাজু (২৮), সোহানি (২৮), শাহেদা বেগম (৪০), ইসরাত জাহান আক্তার (২২), হাজী আমির হোসেন (৬০), হাজী মোঃ মোখলেছুর রহমান, মোঃ আব্দুল জলিল (৩০), মোঃ মিতু আক্তার (২৭), নাফিজা আক্তার (২০), মোঃ আনিস (৪৫), হাজী মোঃ শামীম (৩২), মোঃ কামাল হোসেন (৩২), মোঃ আনোয়ার (৫৫), মোঃ আনিচ (৪৫), হুমায়ন কবির (৪৮), আব্দুল আহাদ, মুক্তা আক্তার, তানজিলা আক্তার ও আসমানি বেগম।
×