ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে ব্যবসায়ীকে-কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৩:২৯, ১৪ আগস্ট ২০১৮

হবিগঞ্জে ব্যবসায়ীকে-কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের লাখাই উপজেলাধীন লাকড়ী মুড়ি হাওরে আব্দুল কাদির (৪০) নামে এক হাঁস খামার ব্যবসায়ীকে উপর্যপুরি খুঁচিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি সংশ্লিস্ট উপজেলার হোসেনপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র। মঙ্গলবার দুপুরে এই মৃতদেহ উদ্ধার করে এবং একই দিন বিকেলে তার ময়না তদন্ত সম্পন্ন হয় হবিগঞ্জ সদর আধুৃনিক হাসপাতাল মর্গে। এদিকে পুলিশ জানায়, একই দিন ভোর রাতের কোন এক সময়ে হয়তো কাদিরকে ফিকল ও অন্যান্য অস্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। উক্ত হাওরেই কাদির তার হাঁসের খামার দেখবাল করার জন্য রাত্রি যাপন করতেন। তবে কি কারনে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে তা এখন পর্যন্ত পুলিশ উদঘাটন করতে না পারলেও প্রাথমিক ধারনা, সংশ্লিস্ট খামার বা অন্য কোন শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এই হত্যকান্ড ঘটিয়ে থাকতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি জেলা শহর হবিগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় চুরি, ডাকাতি, অপহরন ও সন্ত্রাস সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড বেড়েই চলায় জনমনে শংকা দেখা দিয়েছে। এদিকে জেলার বানিয়াচঙ্গ উপজেলাধীন শাহজালালপুর এলাকার একটি পুকুর থেকে সুজন বাউড়ি (১৯) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিক মৌলভীবাজার জেলাধীন চাতুলপুর চা-বাগান এলাকার দুর্গাচরন বাউড়ির পুত্র। সে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতিকেত শ্রমিকের কাজ করতো।
×