ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে শিশু নির্যাতন, আটক ১

প্রকাশিত: ০৩:৩০, ১৪ আগস্ট ২০১৮

কক্সবাজারে শিশু নির্যাতন, আটক ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় পেটের দায়ে শ্রমিকের কাজে নিয়োজিত এক শিশুকে অমানষিক নির্যাতন চালিয়েছে গ্যারেজ মালিক। নির্যাতনের শিকার মিনহাজ উদ্দিন (৮) পেকুয়া টৈটং এলাকার হতদরিদ্র গিয়াস উদ্দিনের পুত্র। অভিযান চালিয়ে পুলিশ ওই গ্যারেজ মালিককে আটক করেছে। মঙ্গলবার সকালে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, দরিদ্র পিতা সংসারের গাণি টানতে পারছেনা বলে শিশু পুত্র মিনহাজকে স্থানীয় তওহীদুল ইসলামের গ্যারেজে সামান্য বেতনে চাকরিতে পাঠায়। মঙ্গলবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে শিশু মিনহাজের উপর রেগে যান গ্যারেজ মালিক। এতে ক্ষিপ্ত গ্যারেজ মালিক তওহীদ নির্মমভাবে পিটুনি দেয় ওই শিশুকে। মারপিটের পর একদিকে আঘাতের যন্ত্রণা অপরদিকে গরীব বাবা চিকিৎসা ব্যয় চালাতে পারবেনা ধারণায় শিশু মিনহাজ অজ্ঞান হয়ে পড়ে থাকে গ্যারেজে। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশকে জানালে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা এবং গ্যারেজ মালিক হওহীদকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
×