ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই

প্রকাশিত: ০৫:৩৫, ১৫ আগস্ট ২০১৮

  সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই

বিশেষ প্রতিনিধি ॥ সাংবাদিকদের দক্ষতা বাড়াতে এবং বিষয় ভিত্তিক অভিজ্ঞ করে গড়ে তুলতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকদের জন্য সংসদ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদানকালে তারা এমন মন্তব্য করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত সংসদ বিষয়ক সাংবাদিকদের এ প্রশিক্ষণ শুরু হয় গত ১২ আগস্ট থেকে। মঙ্গলবার সমাপনী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, গাজী মিডিয়া গ্রুপের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল ভদ্র, কোষাধ্যক্ষ কাজী সোহাগ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের নিজেদেরকে দক্ষ-অভিজ্ঞ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সংসদ রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করে তিনি বলেন, এখানে শেখার কোন অন্ত নেই। সংসদ বিষয়ে রিপোর্টিং করতে হলে তিনি পার্লামেন্টের কার্যপ্রণালী বিধি ও সংবিধান সম্পর্কে বিশেষ ধারণা থাকার বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, জাতীয় ইস্যুগুলো সহিংসতার মাধ্যমে রাজপথে সমাধান না করে পার্লামেন্টে যুক্তি তর্কের মাধ্যমে সমাধান করাটাই ভাল হবে। এতে করে সাংবাদিকরাও ভাল রিপোর্টিংয়ের সুযোগ পাবেন। নীতি ও নৈতিকতার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শ্যামল দত্ত সদ্য প্রয়াত সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সংসদ রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং বিষয়। পার্লামেন্ট নিউজ কভার করতে গেলে সাংবাদিকদের অবশ্যই সংবিধান ও কার্যপ্রণালী বিধি আয়ত্ত করতে হবে। এ দুটি বিষয় ভালভাবে না জানা থাকলে সংসদ বিষয়ে সাংবাদিকতা করা কঠিন হবে।
×