ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আটক শিক্ষার্থীদের মুক্তি ও কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবি

প্রকাশিত: ০৫:৩৬, ১৫ আগস্ট ২০১৮

 আটক শিক্ষার্থীদের  মুক্তি ও কোটা সংস্কারের প্রজ্ঞাপন  জারির দাবি

স্টাফ রিপোর্টার ॥ ৩১ আগস্টের মধ্যে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, হামলাকারীদের শাস্তি ও কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবি তুলেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী সংগঠন সাধারণ ছাত্র অধিকার পরিষদের কিছু নেতাকর্মী এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ৫টি দাবি তুলে ধরা হয়। পরিষদের যুগ্ম-আহবায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্র সমাজ মনে করে ৫ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার হলে ছাত্র সমাজ তথা সকলের কাছে অধিকতর যুক্তিসঙ্গত হবে।
×