ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিনেত্রী নওশাবা ঢামেকে ভর্তি

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ আগস্ট ২০১৮

 অভিনেত্রী নওশাবা ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতারকৃত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ার্ড থেকে তাকে ৪৬ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে। নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ অশীষ চন্দ্র সরকার জানান, নওশাবার মেরুদন্ডের সমস্যা রয়েছে। আজ বুধবার তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই তার চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে ডাঃ অশীষ চন্দ্র সরকার জানান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার বিকেলে রিমান্ড শেষে আদালতে আনা হয় নওশাবাকে। পরে সেখানে অসুস্থ বোধ করলে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে ধানম-ির এক ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই পরীক্ষা করা হয়। পরে রাত ১০টার দিকে পুনরায় তাকে ঢামেক মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে নওশাবাকে পুলিশী প্রহরায় নিউরোসার্জারি বিভাগের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে মঙ্গলবার বিকেলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
×