ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তিন মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ আগস্ট ২০১৮

ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তিন মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা শহরের সব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে আগামী তিন মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফায়ার সার্ভিস, রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি আদালত এ নির্দেশ দিয়েছে। জনস্বার্থে করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে গুলশান শপিং সেন্টারের ছয় তলা ভবনের গ্যাস, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে ওই ভবন কেন ধ্বংস করতে নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এছাড়া ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ বিল্ডিং শনাক্ত করে রাজউক, গণপূর্ত মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিসকে নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
×