ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পান্না কায়সার

রাসেলের হাসুবু

প্রকাশিত: ০৭:৫২, ১৫ আগস্ট ২০১৮

 রাসেলের হাসুবু

বাংলার হৃদয় জুড়ে বঙ্গবন্ধুর মুখ বাংলার চৈতন্যের নৈকট্যে আলো জ্বালায় বঙ্গবন্ধুর মুখ। শিশু রাসেলের বুক জুড়ে হাসুবুর মুখ ১৫ই আগস্টের ভোরে হায়নাদের বুলেটের সামনে রাসেলের কান্নায় নীল আকাশ বেদনায় নুয়ে পড়েছিলো রাসেলের কান্না ইকো হয়েছিলো সারা বাংলার বুকে। “তোমরা আমাকে মেরোনা আমি চলে যাবো হাসুবুর কাছে” হায়! হাসুবুর বুকের উষ্ণতা নিয়ে শিশু রাসেল বাঁচতে চেয়েছিলো, নাহ! শিশু রাসেল বাঁচতে পারলো না ভোরের নিস্তব্ধতাকে খান খান করে রাসেলের বুক চিরে রক্ত...রক্ত...রক্ত... রক্ত ঝরা বুক চিরে একটি শব্দই ইকো হলো সারা বাংলায় হাসুবু হাসুবু তোমার কাছে যাবো... ছবির ক্যানভাসের মতো রাসেলের ঝাপসা চোখে হাসুবু সামনে এসে হাত বাড়ালো শেষ দেখে নিয়েছিলো প্রিয় হাসুবুকে রক্তাক্ত রাসেলের চোখ বুজে গেলো! হাসুবু তুমি বেঁচে থাকো রাসেলের জন্য শিশু রাসেলের মায়া ভরা মুখ প্রতিবিম্বিত হউক লাল সবুজ পতাকায় হাসুবুর সংগ্রামী পথ চলার পদযাত্রী হও তোমার ঘুম জাগানিয়া গানে মানুষ জাগছে-জাগবে রাসেল...
×