ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় বিএমডব্লিউ গাড়ি নিষিদ্ধ হতে যাচ্ছে

প্রকাশিত: ১৯:৪২, ১৫ আগস্ট ২০১৮

দক্ষিণ কোরিয়ায় বিএমডব্লিউ গাড়ি নিষিদ্ধ হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, দেশটির রাস্তায় প্রায় ২০ হাজার বিএমডব্লিউ গাড়ির চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যাবার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর বিবিসি’র। খবরে বলা হয়, সব বিএমডব্লিউ গাড়ি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কেবলমাত্র বিএমডব্লিউ কর্তৃক নিরাপত্তার বিষয়গুলো পরীক্ষা করা হয়নি এমন গাড়িগুলো রাস্তায় চালানো নিষিদ্ধ করা হবে। উল্লেখ্য, চলতি বছর বিএমডব্লিউ’র ৫২০ডি সেডান মডেলের প্রায় ৩০টি গাড়িতে আগুন ধরে যাবার ঘটনা ঘটেছে। এরকম নানা ঘটনায় কড়া সমালোচনার শিকার হতে হয়েছে বিশ্বখ্যাত মোটরগাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানটিকে। নিরাপত্তা ইস্যুর জন্য পরীক্ষা করে দেখতে যুক্তরাজ্যে কয়েক হাজার গাড়ি পুনরায় তাদের কাছে পাঠানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার পরিবহনমন্ত্রী কিম হিয়ুন-মি মঙ্গলবার বলেন, পরীক্ষা করা হয়নি এমন সকল বিএমডব্লিউ গাড়ির মালিকদেরকে তাদের গাড়ি পরীক্ষা করিয়ে আনার জন্য নির্দেশ দিতে সকল মেয়রকে নির্দেশনা পাঠাবে মন্ত্রণালয়। অন্যথায় তাদেরকে গাড়ি চালানো বন্ধ করতে বলতে হবে। স্থানীয় পত্রিকা কোরিয়া টাইমসে এমনটা বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে, স্থানীয় সরকারের হাতে এরকম নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে।
×