ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যারি স্টিড নিউজিল্যান্ডের নতুন কোচ

প্রকাশিত: ২০:৪৭, ১৫ আগস্ট ২০১৮

গ্যারি স্টিড নিউজিল্যান্ডের নতুন কোচ

অনলাইন ডেস্ক ॥ নিউজিল্যান্ডের নতুন কোচ হিসেবে গ্যারি স্টিডের নাম ঘোষণা করা হয়েছে। দলটির সাবেক এই ব্যাটসম্যান মাইক হেসনের স্থলাভিষিক্ত হচ্ছেন। জুনে হেসন পদত্যাগের পর দুই বছরের জন্য স্টিডকে এই দায়িত্ব দেয়া হলো। যার অর্থ হলো ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ স্টিডের অধীনেই খেলবে কিউইরা। স্টিড এর আগে নিউজিল্যান্ড নারী দলের কোচ ছিলেন। তার অধীনে ২০০৯ সালে নারী বিশ্বকাপ এবং ওয়ার্লড টি-টোয়েন্টিতে ফাইনাল খেলে দলটি। ৪৬ বছর বয়সী স্টিড এর আগে হাইপারফরমেন্স দলের কোচ এবং নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেন। জাতীয় দলের হয়ে ১৯৯৯ সালে মাত্র পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন স্টিড। ক্যারিয়ারে রয়েছে তার দুটি হাফসেঞ্চুরি। ভারতের বিপক্ষে আহমেদাবাদে করা ৭৮ রান তার ক্যারিয়ার সেরা ইনিংস। তবে বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্বল পারফরমেন্সের পর আর কখনও জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি তাকে।
×