ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে বাস ॥ নিহত ৩

প্রকাশিত: ২২:৪২, ১৫ আগস্ট ২০১৮

রাজশাহীতে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে বাস ॥ নিহত ৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর নওদাপাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতরা হলেন, নগরীর শাহমখদুম থানার মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে সবুজ, মটপুকুর এলাকার পিংকু ও ভাড়ালিপাড়া এলাকার এন্তাজের মেয়ে অনিকা। অনিকা স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। নওহাটা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা রেজাউল করিম তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনা বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বেশ কয়েকটি বাস, ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। বাসের চালক ও হেলপারকে এলাকাবাসী আটক করে রেখেছে। এ রিপোর্ট লেখার সময় রাজশাহী-নওগা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদশীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া নওগাঁগামী একটি বাস নওদাপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এসে মোটরসাইকেলে থাকা সবুজ পিংকু ঘটনাস্থলে মারা যায়। পরে দোকানে বাসের চাপায় অনিকার মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ জানান, নওদাপাড়া বাজার এলাকার দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। চারজনকে গুরুতর অবস্থায় মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নগরীর শাহমখদুম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।
×