ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদ পর্যন্ত মালিক-শ্রমিকদের ভিজিলেন্স টিমের কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ০১:২৪, ১৫ আগস্ট ২০১৮

ঈদ পর্যন্ত মালিক-শ্রমিকদের ভিজিলেন্স টিমের কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বাস পরিচালনায় টার্গেট প্রথা বন্ধ ও লাইসেন্স বিহীন চালক ও কাগজপত্র ছাড়া গাড়ি চলতে না দিতে ঈদ পর্যন্ত ভিজিলেন্স টিমের গঠিত কার্যক্রম স্থগিত করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে গত ১০ দিনের ট্রাফিক সপ্তাহে রাজধানীতে ৮৮ হাজার ২৯৩টি মামলা করেছে পুলিশ। সেইসঙ্গে জরিমানা আদায় হয়েছে পাঁচ কোটি ১০ লাখ ৯৬ হাজার ২৭৭টাকা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার জানান, পরিবহন নৈরাজ্য ঠেকাতে আমাদের অভিযান চলামান থাকবে। কোন অবস্থাতেই আমরা টার্গেট প্রথা মেনে নেব না। কারণ বাসে টার্গেট প্রথার কারণে সড়ক দুর্ঘটনার মাত্রা বাড়ছে। পাশাপাশি অপ্রাপ্ত বয়স্ক চালক, লাইসেন্স বিহীন চালক, কাগজপত্র ছাড়া গাড়ি চালানো ঠেকানোর ঘোষণা সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে দেয়া হয়েছে। এরি ধারাবাহিকতায় রাজধানীতে চারটি ভিজিলেন্স টিম গঠনের কথা জানিয়ে তিনি বলেন, ঈদ আসন্ন। তাই আমরা ১৫ আগস্ট থেকে ঈদ পর্যন্ত ভিজিলেন্স টিমের কার্যক্রম বন্ধ রেখেছি। ঈদের পর আবারো তা শুরু হবে। যে কোন মূল্যে নৈরাজ্য বন্ধ করতে চাই। এই সিদ্ধান্তে মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ। টাকা মহানগরসহ দেশের ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কের শৃংখলা ফেরাতে চলমান ছিল ১০ দিনের ট্রাফিক সপ্তাহ মঙ্গলবার শেষ হয়। রাজধানীর জিরো পয়েন্ট থেকে ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ট্রাফিক সপ্তাহ। ট্রাফিক সপ্তাহের ১০ দিনে ডিএমপি’র ট্রাফিক বিভাগের মোট মামলার মধ্যে ট্রাফিক আইন ভংগের কারণে বাসের বিরুদ্ধে ১৩ হাজার ৯৩টি, ট্রাকের বিরুদ্ধে ১ হাজার ৮৪৮টি, কাভার্ড ভ্যানের বিরুদ্ধে ২ হাজার ৯২৫টি, পিকআপের বিরুদ্ধে ৬ হাজার ৬৩০টি, সিএনজি’র বিরুদ্ধে ৬ হাজার ৪২৩টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৩ হাজার ৮৬৩টি, প্রাইভেটকারের বিরুদ্ধে ৮ হাজার ৪৯৭টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ২ হাজার ৭২৮টি, লেগুনার বিরুদ্ধে ৯৬১টি এবং অন্যান্য ১ হাজার ৩২৫টি মামলা করা হয়। ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ণ, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য উল্লেখিত মামলা করা হয়।
×