ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ০১:৩৩, ১৫ আগস্ট ২০১৮

দেশের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত

রাজশাহী: স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ নেতারা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহানগর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর কুমারপাড়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোক পদযাত্রা বের করা হয়। এটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা শোককে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় স্লোগান দেন। এছাড়া শোক দিবস উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে চলছে কোরআন তেলাওয়াত। দুপুরে দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয় বিভিন্ন ওয়ার্ডে। এছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে রয়েছে- শোক পদযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনী ও সভা ইত্যাদি। এদিকে, আলাদাভাবে জাতীয় শোক দিবস পালন করছে রাজশাহী জেলা প্রশাসন। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। সকালে কোর্ট শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক এসএম আবদুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শোক পদযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা, ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। রাজশাহী শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এর আগে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শোক পদযাত্রা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল থেকে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ও জেলা শিশু একাডেমিতে দিবসের ওপর কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। রাজশাহীর প্রতিটি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বরিশাল: স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের শিকার হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আব্দুর রব সেরনিয়াবাত সহ অন্যান্য ব্যক্তিদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। আজ বুধবার সকাল আটটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। এখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা। এরপর মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া অশি^নী কুমার টাউন হলে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। অপরদিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে উপজেলা প্রশাসন ও দলীয় উদ্যোগে পৃথকভাবে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসে শোকর্যালি, আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী: স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ যথাযোগ্য মযার্দায় নীলফামারী জেলা জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের রুপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ ও শোক র্যালি। সরকারি, বেসরকারি, আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন, জেলা জজ শীপ, জেলা রেজিষ্ট্রার অফিস, শিশু একাডেমি, ইসলামী ফাউন্ডেশন, মহিলা বিষয়ক অফিস নানান কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করছে। এদিকে দিবসটি পালনে আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও সকাল সাড়ে ৯টায় কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর জেলা প্রশাসনের চত্বন হতে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর নেতৃত্বে এক বিশাল শোক র্যালি বের করা হয়। শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা প্রবীন আইনজীবি জোনাব আলী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ। অনুরূপভাবে জেলায় ৬ উপজেলায় কর্মসুচি পালন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর আগে সকাল ৯টায় বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শোক র্যালি করেছে। অপর দিকে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা/কর্মচারী ও আইনজীবীগণ কোট চত্বরে দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করে। সেখানে বার লাইব্রেরীর হলরুমে জেলা ও দায়রা জজ (ভারপ্রপ্ত) আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিফ জুডিশিযাল ম্যাজিষ্ট্রেট শেখ নাসিরুল হক, আইনজীবি সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, পিপি অক্ষয় কুমার রায় প্রমুখ। এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে জেলা কমান্ডার ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে জেলা শিশু একাডেমীর আয়োজনে বঙ্গবন্ধুর ভাষণ, শিশুদের রচনা লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে বিভিন্ন মহিলা সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। জেলা উত্তরণ সাহিত্য আসরের আয়োজনে শোকের ছড়া ও কবিতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । বুধবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু হলে শেষ হয়। এরপর সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়। নাটোর: নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে জাতীয় ও দলীয় এবং কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক শাহিনা খাতুন ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়। পরে এক শোক শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভবানীগঞ্জ মোড়ে সরকারী গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় এক আলোচনা সভার। অপরদিকে নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো শহরের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ফাতেহা পাঠ, মোনাজাত, মিলাদ মাহফিল ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। মাগুরা: নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে । এ উপলক্ষে আজ বুধবার সকালে নোমানী ময়দানে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এড. বিরেন শিকদার এমপি, মাগুরা -১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটি এম অব্দুল ওয়াহহাব, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মো: রেজোয়ান, জেলা পরিষদ চেয়াম্যান পংকজ কুমার কুন্ডু সহ আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল , সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয় । এর আগে জেলা প্রশাসনের পক্ষথেকে শহরে শোকর্যারি বের করা হয় । মাদারীপুর: নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ আজ বুধবার নানা আয়োজনের মধ্যদিয়ে মাদারীপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র্যালি, আলোচনা সভা, কাঙালি ভোজ ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে স্বাধীনতা অঙ্গন থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে শেষ হয়। মাদারীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচ সহস্রাধিক মানুষ শোক র্যালিতে অংশ নেয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়: ইবি সংবাদদাতা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও শোক র্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধুর ম্যূরাল মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এসে মিলিত হয়। এসময় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, হল সমূহ, বিভাগসমূহ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। লক্ষ্মীপুর: নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ শোক শ্রদ্ধায় ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো লক্ষ্মীপুরবাসী। জেলাব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে সকালে সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ন, ৯টা থেকে ১০ টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের শোক র্যালি শহর প্রদক্ষিন করে। পরে আলোচনাসভা, কাঙ্গালী ভোজ, দোয়া মাহফিলসহ জেলা ব্যাপী নানা কর্মসুচি আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আলোচান সভায় প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লক্ষ্মীপুর সদর আসনের এমপি এ কে এম শাহাজান কামাল এমপি। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলী প্রমুখ। গাইবান্ধা: নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র্যালি, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন, আবৃত্তি, হামদ নাত ও রচনা প্রতিযোগিতা, যুব উন্নয়নের চেক বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও মেডিকেল ক্যাম্প, সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবনী উপরেও আলোকচিত্র প্রদর্শনী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক, আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভার পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবর্ক করা হয়। শুরুতেই পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও জেলা প্রশাসক। পরে হুইপ গিনির নেতৃত্বে বিশাল শোক র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আ’লীগ সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হিরু, মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ। এছাড়া জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, গাইবান্ধা পৌর পরিষদ, সরকারি মহিলা কলেজ, জেলা জজশীপ ও আইনজীবি সমিতি, আসাদুজ্জামান স্কুল ও কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। যশোর: স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যথাযোগ্য মর্যদায় যশোরে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে যশোরের সর্বস্তরের মানুষ। আজ সকাল সাড়ে ৮টায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এরপর পুলিশ বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষে ম্যুরালে পুষ্পার্ঘ্য অপর্ন করা হয়। এর আগে বের করা হয় শোক র্যালি। এছাড়া দিবসটি উপলক্ষে আজ সারাদিন বিভিন্ন পাড়া মহল্লায় আলোচনাসভা, দরিদ্রভোজের আয়োজন করা হয়েছে।
×