ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে দেশ ॥ বিবিএস

প্রকাশিত: ০২:০৭, ১৫ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে দেশ ॥ বিবিএস

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে অর্থনৈতিক অগ্রগতি দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ ৭ শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে। এ অর্জন সম্ভব হয়েছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনে। বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন। রাজধনীর আগারগাঁও এ অবস্থিত পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো: নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ও মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বক্তব্য রাখেন বিবিএস এর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন। নজরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তা চেতনাকে ধারণ করেই অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের ছোট দেশ, জনসংখ্যা বেশি। আমাদের মানুষ সোনার মানুষ, এই মানব সম্পদকে কাজে লাগাতে হবে। সেলিনা হোসেন বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন সত্তা। তার ডাকে দেশ স্বাধীন হয়েছে। সেজন্যই আমরা আজ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের পথে চলছি। ইতোমধ্যেই আমাদের অনেক কিছুই অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে হবে।
×