ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের পরিবর্তনে গুরু-শিষ্য

প্রকাশিত: ০৩:২৫, ১৬ আগস্ট ২০১৮

ঈদের পরিবর্তনে গুরু-শিষ্য

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। এরই মধ্যে অনুষ্ঠানটি সফলতার সঙ্গে ২৫ পর্ব প্রচার হয়েছে। বর্তমানে ঈদের জন্য নির্মিত হচ্ছে ‘পরিবর্তন’-এর বিশেষ পর্ব। শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ পরিকল্পনা গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। ঈদের অনুষ্ঠানমালায় ‘পরিবর্তন’ অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হবে। এবারের ঈদের ‘পরিবর্তন’-এর একটি সেগমেন্টে সঙ্গীত পরিবেশন করেছেন গুরু-শিষ্য। লালন সাঁইয়ের বিখ্যাত ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গানটিতে পারফর্ম করেছেন গুরু শফি ম-ল এবং তার দুই শিষ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি ও সালমা। সম্প্রতি গানটি বিটিভির অডিটরিয়ামে ধারণ করা হয়েছে। ‘পরিবর্তন’ অনুষ্ঠানে শিষ্যদের নিয়ে গান করা প্রসঙ্গে গুরু শফি ম-ল বলেন, পরিবর্তনের মতো একটি জনপ্রিয় অনুষ্ঠানে শিষ্যদের নিয়ে গান করতে পেরে আমার খুব ভাল লেগেছে। মনে রাখার মতো একটি অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, ঈদে দর্শকরা একটি সুন্দর গানের পরিবেশনা দেখতে পাবেন। গুরু শফি ম-লের সঙ্গে একই অনুষ্ঠানে গান করতে পেরে বিউটি ও সালমা দু’জনই বেশ উচ্ছ্বসিত। তারা বলেন, গুরুকে নিয়ে আমরা চেষ্টা করেছি একটি ভাল পরিবেশনা উপহার দেয়ার। আশা করছি, ঈদে দর্শকরা দারুণ একটি অনুষ্ঠান দেখতে পাবেন।
×