ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদের বিশেষ নাটক ‘আজ পুতুলের জন্মদিন’

প্রকাশিত: ০৩:২৬, ১৬ আগস্ট ২০১৮

ঈদের বিশেষ নাটক ‘আজ পুতুলের জন্মদিন’

স্টাফ রিপোর্টার ॥ ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে রিন ক্যারিয়ার একাডেমি নিবেদিত ঘুরে দাঁড়াবার গল্পের নাটক ‘আজ পুতুলের জন্মদিন’। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান, পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে সাফা কবির ও আরফান নিশো। নাটকের গল্পে দেখা যাবে আজ পুতুলের জন্মদিন। বিয়ের পরে এটাই তার প্রথম জন্মদিন। সারাজীবন নিজের জন্মদিন না করলেও স্ত্রীর জন্মদিন নিয়ে সেলিমের উচ্ছ্বাসের কমতি নেই। পেশায় মটর মেকানিক সেলিম তার স্ত্রী পুতুলকে প্রচ- ভালবাসে। সংসারে মোটে তিনজন মানুষ। বিধবা মা আর তারা স্বামী স্ত্রী। সুখেই দিন কাটছে সেলিমের। মোগল সম্রাট সেলিমের মতো তার হয়তো সম্রাজ্য নেই, কিন্তু তার আছে পুতুলের সঙ্গে ভালবাসার সংসার। আজ সকাল থেকেই সেলিমের মাথায় নানা পরিকল্পনা ঘুরছে। একটা কেক কিনতে হবে। কেক না হলে তো আবার হ্যাপি বার্থডে করা যায় না। সঙ্গে কিছু ফুলও লাগবে। ওয়ার্কশপে সেলিমের মাথায় শুধু কেকের দাম ঘুরছে। সেলিম গাড়ির নিচে ঢুকে কাজ করছে। অর্ধেক শরীর তার গাড়ির নিচে। হাঁটুর নিচ থেকে পা বাইরে বের হয়ে আছে। গাড়ির নিচে থাকায় সময়মতো সেলিম বের হয়ে আসতে পারেনি। সেলিমকে যখন গাড়ির নিচ থেকে বের করা হয় তখন সেলিমের মুখে শুধু একটাই কথা ছিল। আমার ফুলটা চাপা পড়ে আছে। আমার ফুলটা কেউ বের করেন। সেলিমের দিন কাটে বিছানায় শুয়ে। আর হয়তো কোনদিন উঠে দাঁড়াতে পারবে না। পুতুলের কোলে মাথা দিয়ে সেলিম সারারাত কাঁদলো। পুতুল তোমার কেকটা আনা হলো না। হ্যাপি বার্থডে বলতে পারলা না তুমি আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে সেলিম। কিন্তু স্ত্রীর হ্যাপি বার্থডে করতে না পারার কষ্টের কাছে পা হারাবার কষ্ট যেন কিছুই না। পুতুলের খুব কষ্ট হচ্ছে। সংসারের কষ্ট তাকে যতটা না কষ্ট দিচ্ছে, তারচেয়ে বহুগুণ কষ্ট দিচ্ছে সেলিমের ব্যবহার। সেলিম ইদানীং খুব কুৎসিত ভাষায় তার সঙ্গে কথা বলে। একদিন বিকেলে সেলিম বাজে ব্যবহারের চূড়ান্ত করে। পুতুলকে বলে বাসা থেকে বের হয়ে যেতে। পুতুলও আর সহ্য করতে না পেরে ঘর ছেড়ে বেরিয়ে যায়।
×