ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণঅর্থায়নে নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাতাও’

প্রকাশিত: ০৩:২৮, ১৬ আগস্ট ২০১৮

গণঅর্থায়নে নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাতাও’

স্টাফ রিপোর্টার ॥ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-যাপনের গল্প নিয়ে গণঅর্থায়নে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাতাও’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন। মূল চরিত্রে অভিনয় করছেন ফজলুল হক এবং আইনুন পুতুল। পরিচালক খন্দকার সুমন বলেন, কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর জীবন-যাপন, সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাতাও’-এর গল্প। প্রথাগত নির্মাণের বাহিরে এসে অর্থ সংগ্রহের জন্য গণঅর্থায়নের পরিকল্পনা করেছি আমরা। আমরা চাই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনাকাক্সিক্ষত প্রভাব ছাড়াই আমাদের বলতে চাওয়া গল্পটিকে চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের সামনে হাজির করতে। স্বাধীন চলচ্চিত্র নির্মাণের এই উদ্যোগে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। চলচ্চিত্র ভাবনা এবং গণঅর্থায়নের বিস্তারিত পরিকল্পনা চলচ্চিত্রটির নিজস্ব ওয়েবসাইট saatao.khandakersumon.com এবং ফেসবুক পেজ facebook.com/saatao এ পাওয়া যাবে।
×