ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাড়ি হামলার পর ব্রিটেনে পুলিশী অভিযান

প্রকাশিত: ০৩:৩২, ১৬ আগস্ট ২০১৮

গাড়ি হামলার পর ব্রিটেনে পুলিশী অভিযান

ব্রিটেনের পার্লামেন্টের বাইরে মঙ্গলবার একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেয়ার ঘটনার পর সেখানকার পুলিশ অভিযান শুরু করেছে। অভিযনে মিডল্যান্ডের তিনটি ঠিকানায় অনুসন্ধান চালানো হচ্ছে। খবর বিবিসির। অভিযানে ২৯ বছর বয়সী ব্রিটিশ সন্দেহভাজনকে গ্রেফতারের চেষ্টা করছে এমআইফাইভ অথবা পুলিশের সন্ত্রাসী দমন দল। মঙ্গলবার ব্রিটিশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সকাল সাতটা ৩০ মিনিটের কিছু পরে একটি গাড়ি পথচলতি সাইকেল চালক ও পথচারীদের ওপর তুলে দেয়। এর আগে গাড়িটি পার্লামেন্ট ভবনের বাইরের দেয়ালে ধাক্কা খায়। এ ঘটনার পর দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। অপর তৃতীয় আহত ব্যক্তিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়। গাড়িটি যখন ধ্বংস হয় তখন এর ভেতরে কেউই ছিল না। এমনকি কোন অস্ত্রও সেখানে পাওয়া যায়নি। বার্মিংহামের র‌্যাডফোর্ড ও নটিংহ্যামের এ্যার্বোরেটমের দুটি আবাসিক এলাকার ঠিকানায় পুলিশি অভিযান করা হয়েছে। নটিংহ্যামের অভিযান সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী নারী জানান, বিএসটি ১৫:০০ ও ১৬:০০ থেকে অভিযানটি শুরু হয়। কয়েক ঘণ্টার জন্য সাধারণ পোশাকের কর্মকর্তাদের ঘটনাস্থলে দেখা গেছে। শ্যাম খাতুন বলেন, বাড়ির বাইরে একটি ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে ঢোকেন। পরে তারা পুলিশ বলে চিৎকার করেন। তারা কয়েকটি দরজা ভাঙ্গেন।
×