ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে গ্যাসের সন্ধান

প্রকাশিত: ০৪:০২, ১৫ আগস্ট ২০১৮

শ্রীনগরে গ্যাসের সন্ধান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর নলকুপ স্থাপন করতে গিয়ে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামে গ্যাসের উদগীরন হতে দেখা যায়। ওই গ্রামের বিজয় মেম্বারের বাড়িতে গভীর নলকুপ স্থাপন করছিল শ্রমিকরা। এ সময় তারা সেখানে গ্যাসের চাপে পাইপ দূরে গিয়ে ছিকে পড়ে। পরে সেখান থেকে অনবরত গ্যাস উদগীরন হতে দেখেন শ্রমিকরা। ঘটনাস্থল পরিদর্শ করেছেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের টিম আগুন জ্বালিয়ে সেখানে গ্যাসের অস্তিত্ব পায়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আরিফুজ্জামান শেখ বলেন- আমরা ঘটনাস্থলে আগুন জালিয়ে গ্যাসের উপস্থিতি পেয়েছি। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করি। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, তাৎক্ষনিক ভাবে ধারনা করা হচ্ছে এখানে পকেট গ্যাস রয়েছে। গ্যাসের চাপ খুব কম। তবে পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। আপাততঃ ওই স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খুব শিগগির পেট্রোবাংলার বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, জ্বালানি সচিবসহ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে। ধারনা করা হচ্ছে- এটি পকেট গ্যাস। এ থেকে গ্যাস কূপ পাওয়ার সম্ভবনা নেই।
×