ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলাচিপায় শোক র‌্যালিতে দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ২৫

প্রকাশিত: ০৬:২৩, ১৬ আগস্ট ২০১৮

গলাচিপায় শোক র‌্যালিতে দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ২৫

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপা উপজেলা শহরে বুধবার দুপুরে জাতীয় শোক দিবসের শোক র‌্যালিতে দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে ২০-২৫ নেতাকর্মী আহত হয়েছে। ১০-১২ মিনিট স্থায়ী এ সংঘর্ষে উভয় গ্রুপ ইট-পাটকেল নিক্ষেপ করে। কাউকে কাউকে বেধড়ক লাঠিপেটা করা হয়েছে। অন্তত ১০টি মোটরসাইকেল ভাংচুর হয়েছে। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শহরে মৃদু উত্তেজনা রয়েছে। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে এসএম শাহজাদা সাজুর নেতৃত্বে ‘আওয়ামী পরিবারের’ ব্যানারে কয়েক শ’ নেতাকর্মী দুপুর ১টার দিকে জৈনপুরী খানকা মাঠ থেকে শোক র‌্যালি বের করে। র‌্যালিটি সদর রোডের হাফেজের পুলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যুবলীগ-ছাত্রলীগের অপর একটি শোক র‌্যালি মুখোমুখি হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার কামরুল অভিযোগ করেন, শাহজাদা সাজুর মিছিল থেকে ছাত্রলীগকে ‘কুত্তালীগ’ বলে স্লোগান দেয়া হয়। এর প্রতিবাদ করলে ওই র‌্যালি থেকে তাদের প্রতি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপরই সংঘর্ষ-পাল্টা সংঘর্ষ শুরু হয়। সভাপতি দাবি করেন শাহজাদা সাজুর কর্মীদের হামলায় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান রপন, ছাত্রলীগ কর্মী ইয়ামিন হোসেন রুবেল, সাব্বির আহমেদ নোবেল, রাকিব খোন্দকার, রাকিব হোসাইন, ফকু, নীলিমসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। নেত্রকোনায় ১৫ নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জাতীয় শোক দিবসেও জেলার পূর্বধলা উপজেলা সদরে আওয়ামী লীগের বিবদমান তিন গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে। কর্মসূচী চলাকালে স্থানীয় এমপি সমর্থকদের সঙ্গে তাদের নিজ দলীয় প্রতিপক্ষের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ভাংচুর করা হয়েছে অনুষ্ঠানের মঞ্চ ও প্যান্ডেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে হয়েছে পুলিশের। আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১৫ কর্মী-সমর্থক। জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্বধলা সদরে আওয়ামী লীগের বিবদমান তিন গ্রুপ পৃথক তিনটি স্থানে পাল্টাপাল্টি কর্মসূচীর আয়োজন করে। স্থানীয় এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতীক) সমর্থকরা কর্মসূচী পালন করেন মধ্যবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে। এতে এমপি নিজেও উপস্থিত ছিলেন। অন্যদিকে তাদের অবস্থান থেকে ১শ’ ৫০ গজ দূরে জামতলা এলাকায় আলাদা প্যান্ডেল ও মঞ্চ তৈরি করে কর্মসূচী পালন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুর সমর্থক গ্রুপ।
×