ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:২৩, ১৬ আগস্ট ২০১৮

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৫ আগস্ট ॥ সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়া গ্রামে বুধবার সকালে পুকুরে ডুবে নিহাদ (৩) ও রিফাত (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহাদ নারায়ণপুর মধ্যপাড়া গ্রামের দরিদ্র কৃষক মিরাজ উদ্দিনের ছেলে এবং রিফাত দরিদ্র কৃষক নাজিম উদ্দিনের ছেলে। জানা গেছে, নারায়ণপুর মধ্যপাড়া গ্রামের দুই প্রতিবেশীর শিশুপুত্র নিহাদ ও রিফাত বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। বাড়ির পাশের পুকুরসহ বিভিন্ন স্থানে খুঁজে কোন সন্ধান না পেয়ে বাড়িতে কান্নাকাটি করছিলেন তাদের স্বজনরা। একপর্যায়ে বেলা ১২টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে। পরে স্বজনরা পুকুর থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সবার অগোচরে শিশু দুটি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে পুলিশ, স্থানীয় লোকজন ও মৃত শিশুর স্বজনরা ধারণা করছেন। নীলফামারীতে বৃদ্ধ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, পুকুরে ডুবে তফেল মিয়া (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে কিশোরীগঞ্জ উপজেলার রণচ-ি ইউনিয়নের উত্তর বাফলা গ্রামে। বুধবার সকালে জেলার মর্গে ওই বৃদ্ধের লাশের ময়নাতদন্ত করা হয়। পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন মঙ্গলবার দুপুর ১২টা দিকে জমিতে কৃষির কাজ করতে গিয়ে নিখোঁজ হয় তফেল মিয়া। পরে তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর রাত আটটার দিকে পুকুরে ভেসে থাকতে দেখে ওই বৃদ্ধের মরদেহ। আমতলীতে শিশু নিজস্ব সংবাদদাতা আমতলী থেকে জানান, আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে জামাল প্যাদার পাঁচ বছরের শিশুপুত্র পারভেজ বুধবার খেলতে গিয়ে খালে পড়ে মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের জামাল প্যাদার শিশুপুত্র পারভেজ সকলের অজান্তে বাড়ির পাশে খাল পাড়ে খেলতেছিল। শিশু পারভেজকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজির করে। পরে শিশুর লাশ খালে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসক জসিম মিয়ার কাছে নিয়ে আসলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
×