ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ৪৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৬:২৫, ১৬ আগস্ট ২০১৮

কুমিল্লায় ৪৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ আগস্ট ॥ কুমিল্লায় ৪৫ হাজার ইয়াবাসহ মিজানুর রহমান মনির নামে এক মাদক বিক্রেতাকে বুধবার ভোরে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। উক্ত ইয়াবা ভারত সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। মিয়ানমার থেকে টেকনাফ-কক্সবাজার সীমান্তপথে সাম্প্রতিক সময়ে কড়াকড়ি আরোপের কারণে আন্তর্জাতিক মাদক বিক্রেতারা মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তপথকে ইয়াবাসহ মাদক পাচারের নতুন রুট হিসেবে ব্যবহার করছে। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার নবাগত পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। জানা যায়, মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর চৌমুহনী এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি বাঁশের ঝুড়ির ভেতরে করে অভিনব কায়দায় পাচারকালে পুলিশ সদর দক্ষিণ মডেল থানাধীন রামধনপুর গ্রামের মিজানুর রহমান মনিরকে আটক করে বাঁশের ঝুড়ির ভেতর তল্লাশি চালিয়ে পুরাতন কাপড় দিয়ে ঢাকা অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো ২৩টি প্যাকেট থেকে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।
×