ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ

প্রকাশিত: ০৬:২৮, ১৬ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল জতি। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে। এ সময় তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে দিবসটি উপলক্ষে ছিল বিশেষ কর্মসূচী। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাঙালীভোজ ও দোয়া মাহফিল। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকে। শোকাবহ এ দিনে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দীপ্ত শপথ উচ্চারিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন। দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় অবস্থান করে এই আয়োজন করেন। নেতৃবৃন্দ সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ কর্মসূচী পালন করেন। এ ছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক দিবসের কর্মসূচী ছিল। এদিন কার্যালয়গুলো থেকে বাজানো হয় বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল ভোরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। সকালে নগরীর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, খতমে কোরান ও দোয়া মাহফিল। দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগেও অনুরূপ কর্মসূচী পালিত হয়। জেলার আওতাধীন সকল উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। রাজনৈতিক দল ছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়। জাতীয় শোক দিবসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ছিল ব্যাপক কর্মসূচী। নগর ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে চবির কর্মসূচী ছিল ব্যাপক। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন একটি মহাগ্রন্থ। তিনি বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছেন বাংলাদেশ নামক একটি জাতি-রাষ্ট্র। তার জন্ম না হলে বাঙালী জাতি কোনদিনও অর্জন করতে পারত না একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। রাজশাহী বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগরের কুমারপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ নেতারা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহানগর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে কোরান তেলাওয়াত ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। দুপুরে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয় বিভিন্ন ওয়ার্ডে। খুলনা খুলনায় শোক ও বিনম্র শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়। তার ৪৩তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে শোক র‌্যালি বের হয়ে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে পৌঁছে সেখানে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। র‌্যালি ও মাল্যদান কর্মসূচীতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অংশগ্রহণ করেন। পরে প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালোব্যাজ ধারণ, র‌্যালি, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় (কুয়েট), খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। বরিশাল বুধবার সকাল আটটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। এখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এরপর মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া অশি^নী কুমার টাউন হলে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। সিলেট বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সিলেট রেজিস্টারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক শোক র‌্যালি বের করেন। র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলাদা আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা, সিলেট জেলা ও মহানগর যুবলীগ, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, সিলেট মহানগর ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শহীদ মিনারে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। রংপুর রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ৯টায় মহানগরীর জিলা স্কুল চত্বর হতে শোকর‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে রংপুর টাউন হল চত্বরে এসে শেষ হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, মেট্রোপলিটন কমিশনার মোঃ আব্দুল আলিম, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক এনামুল হাবীব, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। দিনাজপুর বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড মোস্তাফিজুর রহমান এমপি, হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুর, জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী এবং পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বিপিএম’র নেতৃত্বে শোক র‌্যালি শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ময়মনসিংহ বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচার দাবি উঠেছে। সকালে নগরীর শিববাড়ির দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, অর্ধনমিত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচীর সূচনা করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দুপুরে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। কুমিল্লা বুধবার দুপুরে নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে কোরআন খতম, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি প্রমুখ। এর আগে সকালে দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। বগুড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারী, আধা-সরকারী, বেসরকারী সকল ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে জিলা স্কুল মাঠে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসন সকালে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে শোক র‌্যালি করে। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর আলোচনা সভা করে। জেলা স্বাস্থ্য বিভাগ, বিএমএ, সোনালী ব্যাংক প্রিন্সিপ্যাল অফিস স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীসহ শোকর‌্যালিসহ বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা করে। জেলা তথ্য অফিস জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতির পিতার জীবনীর ওপর চলচ্চিত্র প্রদর্শন করে। ব্রাহ্মণবাড়িয়া বুধবার সকালে স্থানীয় লোকনাথ দিঘিরপাড় থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক জনসাধারণের অংশগ্রহণে একটি শোক র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। পরে আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও ছড়া পাঠে মিলিত হয়। র‌্যালিতে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, এডিসি (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, জেলার পিপি শাহ আজিজুল হকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। ভোলা বুধবার সকালে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করে। সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। এর পর প্রশাসনের আয়োজনে শহরে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে বেলা ১১ টায় ভোলা বাংলা স্কুল মোড় এলাকা থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বিশাল এক শোক র‌্যালি হয়েছে। জামালপুর বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের সদর ভূমি অফিস সংলগ্ন মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিজিবি, পিবিআই, ফায়ার সার্ভিস, জামালপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ জামালপুর জেলা শাখা, জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। লালমনিরহাট জাতীয় পতাকা অর্ধনমিত, সকালে শোকর‌্যালি, র‌্যালির পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। নওগাঁ বুধবার সকাল ৯টা থেকে জেলা স্কুল মাঠে নির্মিত অস্থায়ী বেদিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, নওগাঁ সদর হাসপাতাল, সিভিল সার্জন অফিস, সড়ক বিভাগ, বিএমএ, স্বাচিব, এলজিইডি, কৃষি সম্প্রসারণ অধিদফতর, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রেসক্লাব, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি, একুশে পরিষদসহ সকল সরকারি প্রতিষ্ঠান, সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। ঠাকুরগাঁও বুধবার সকালে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা স্বাধীনতা চিকিৎসা পরিষদ এবং প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোকর‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন। নারায়ণগঞ্জ বুধবার সকাল সাড়ে ৮টায় চাষাঢ়া বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে সংরক্ষিত নারী সাংসদ এ্যাডভোকেট বেগম হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক রাব্বী মিয়া ও পুলিশ সুপার মঈনুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে একটি শোক র‌্যালি বের হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান দিপুসহ নেতাকর্মীরা নগরীর দুই নং রেলগেট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর দুই নং রেলগেট জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে নারায়ণগঞ্জ ৪ নং আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জের ও ফুতুল্লার শতাধিক স্পটে আলোচনা সভা ও দোয়া মহফিলে অংশগ্রহণ করে গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। পাবনা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার পাবনা সাবেক জেলা ইউনিট কমান্ড হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এরপর জেলা প্রশাসকের উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে শহরে এক শোক র‌্যালি বের করা হয়। কৃষক লীগ পাবনা জেলা শাখা রক্তদান কর্মসূচী পালন করে। কুড়িগ্রাম জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বুধবার সকালে শাপলা মোড়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিলের আয়োজন করে। সকাল ৯টায় কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভ হতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু ম-ল, সিভিল সার্জন এসএম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ বুধবার জেলা শহর মুন্সীগঞ্জে স্মরণকালের বৃহৎ শোক মিছিল হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে ভাবগাম্ভীর্য পরিবেশে জাতির জনকের স্মরণে শোক র‌্যালি বের হয়। এছাড়া আলোচনা, দোয়া, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুকে জানতে চাই, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতি লেখা চিঠি প্রতিযোগিতা, সেচ্ছায় রক্তদান ও গণখাদ্য বিতরণ করা হয়। জেলা ও উপজেলা ছাড়াও ইউনিয়ন, ওয়ার্ড এমনকি গ্রামে গ্রামে কর্মসূচী পালিত হয়। এসব কর্মসূচীতে অংশ নেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সচহর জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম প্রমুখ। মৌলভীবাজার বুধবার সকালে জেলা অওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। এরপর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঝিনাইদহ বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন প্রমুখ। সিরাজগঞ্জ সকালে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়া, জেলা প্রশাসনের আয়োজেন দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ এম. মনসুর আলী অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিলাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রমুখ। ফরিদপুর বুধবার সকাল ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোক যাত্রা বের হয়ে। রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার জাকির হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবরসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনসমূহ। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ, বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি আলাদাভাবে পালন করে। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়, বিচার বিভাগের ও জেলা আইনজীবী সমিতি যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে, জেলা প্রশাসনের ব্যানারে একটি র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। কুষ্টিয়া বুধবার সকালে শহরের মজমপুর গেটে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার এসএম মেহেদী হাসান ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে শহরে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্কুল, কলেজসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ্উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। নীলফামারী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারী-বেসরকারী, আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন, জেলা জজশিপ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা রেজিস্ট্রার অফিস, শিশু একাডেমি, ইসলামী ফাউন্ডেশন, মহিলা বিষয়ক অফিসে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করছে। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর জেলা প্রশাসনের চত্বর হতে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের নেতৃত্বে এক বিশাল শোকর‌্যালি বের করা হয়। গাইবান্ধা প্রশাসনের উদ্যোগে কোরানখানি ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোকর‌্যালি, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি, হামদ নাত ও রচনা প্রতিযোগিতা, যুব উন্নয়নের চেক বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও মেডিক্যাল ক্যাম্প, সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবনী ওপরেও আলোকচিত্র প্রদর্শনী। হবিগঞ্জ বুধবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে এক শোকর‌্যালি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। এ সময় জেলা ও দায়রা জজ আদালত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণসহ জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল খান অংশ নেন। বাগেরহাট সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাগেরহাট জেলা প্রশাসন আয়োজিত ওই শোক র‌্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ডাঃ মোজাম্মেল হোসেন, এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা প্রমুখ অংশ নেন। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর বুধবার সকালে সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৯টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের শোকর‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ, দোয়া মাহফিলসহ জেলাব্যাপী নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ ছাড়া ঝালকাঠি, শেরপুর, শরীয়তপুর, নেত্রকোনা, নাটোর, নড়াইল, যশোর, মাগুরা, মাদারীপুর, রাঙ্গামাটি, পিরোজপুর, ঈশ্বরদী, বাউফল, গলাচিপা, কলাপাড়া, পটিয়া, টঙ্গী, ভালুকা, পার্বতীপুর, আমতলী, কেরানীগঞ্জ, রূপগঞ্জ, শাহজাদপুর, হাতিয়া, বাকৃবি, ইবি, কালকিনি, কেশবপুর, সৈয়দপুরে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।
×