ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১১, ১৬ আগস্ট ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্দুর রশিদ সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা (পূর্ব প্রকাশের পর) ২০। সত্যিকারের কম্পিউটার নেটওয়ার্কে কয়টি ক¤িপউটার থাকে? (ক) দুটি (খ) তিনটি (গ) দুই ও তিনটি (ঘ) অসংখ্য ২১। ক¤িপউটার নেটওয়ার্ক কোথায় করার প্রয়োজন হয়? (ক) অফিসে (খ) ব্যবসা ক্ষেত্রে (গ) শিক্ষা প্রতিষ্ঠানে (ঘ) সবগুলো ২২। যে শক্তিশালী ক¤িপউটার নেটওয়ার্কের অন্য ক¤িপউটারকে সেবা দিয়ে থাকে তাকে কি বলে? (ক) সার্ভার (খ) ক¤িপউটার (গ) প্রোগ্রাম (ঘ) মাইক্রো কন্ট্রোলার ২৩। একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে? (ক) দুটি (খ) একটি (গ) তিনটি (ঘ) যতগুলো প্রয়োজন ২৪। সার্ভার কিসের সাথে স¤পর্কিত? (ক) রেডিও (খ) ইন্টারনেট (গ) ক¤িপউটার নেটওয়ার্ক (ঘ) অনলাইন ২৫। নিচের কোনটি নেটওয়ার্কের সাথে স¤পর্কিত? (ক) ডেটা (খ) ক্লায়েন্ট (গ) উপাত্ত (ঘ) প্রোগ্রাম ২৬। যেসব ক¤িপউটার সার্ভার থেকে কোন ধরনের তথ্য নেয় তখন তাকে কী বলে? (ক) রিসোর্স (খ) মিডিয়া (গ) ঈষরবহঃ (ঘ) প্রটোকল ২৭। ঈষরবহঃ ক¤িপউটার কোথা থেকে তথ্য নেয়? (ক) ইউজার থেকে (খ) ইন্টারনেট থেকে (গ) এডপ্টর থেকে (ঘ) সার্ভার থেকে ২৭. কোনটি আলোর বেগে চলতে পারে ? ক. ইনফ্রারেড খ. স্যাটেলাইট সিগন্যাল গ. অপটিক্যাল ফাইবার ঘ. শব্দ ২৮.আলোর বেগ এক-তৃতীয়াংশ কম থাকে- ক. ইনফ্রারেডে খ. স্যাটেলাইটে গ. অপটিক্যাল ফাইবারে ঘ. কাচের ভিতর ২৯.বাংলাদেশ যে ক্যাবলের সাহায্যে পৃথিবীর সাথে যুক্ত তার নাম কী ? ক. স্যাটেলাইট খ. ঝঊঅ- গঊ-ডঊ-৪ গ. অপটিক্যাল ফাইবার ঘ. সাবমেরিন ক্যাবল ৩০. প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় কত সালে ? ক. ১৯৭১ খ ১৮৬৪ গ. ১৯৬৪ ঘ.১৯৫৪ উত্তর: ২০। ঘ, ২১। ঘ, ২২। ক, ২৩। ঘ, ২৪। গ, ২৫। খ, ২৬। গ, ২৭। ঘ, ২৮। গ, ২৯। খ, ৩০। গ।
×