ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:১২, ১৬ আগস্ট ২০১৮

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ৮০. ঔ + উ = আব্ + উ - এ সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির? ক) পাবক খ) নাবিক গ) ভাবুক ঘ) গায়ক সঠিক উত্তর: (গ) ৮১. ঔ + উ = আব্ + উ - এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির? ক) পাবক খ) নাবিক গ) ভাবুক ঘ) গায়ক সঠিক উত্তর: (গ) ৮২. ‘জনৈক’ - শব্দটির সন্ধিবিচ্ছেদ - ক) জন + ঐক খ) জন + নৈক গ) জন + এক ঘ) জন + ঔক সঠিক উত্তর: (গ) ৮৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? ক) তস্কর খ) উত্থান গ) পরিষ্কার ঘ) সংস্কার সঠিক উত্তর: (ক) ৮৪. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) রূপতত্ত্ব ঘ) বাক্যতত্ত্ব সঠিক উত্তর: (ক) ৮৫. ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? ক) ত্ + ঝ খ) ত্ + জ গ) দ্ + জ ঘ) দ্ + ঝ সঠিক উত্তর: (খ) ৮৬. ‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) বিদ্য + আলয় খ) বিদ্যা + অলয় গ) বিদ + আলয় ঘ) বিদ্যা + আলয় সঠিক উত্তর: (ঘ) ৮৭. আ + আ = আ হয় - এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে? ক) প্রাণাধিক খ) কথামৃত গ) রতœাকর ঘ) মহাশয় সঠিক উত্তর: (ঘ) ৮৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার? ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই সঠিক উত্তর: (ঘ) ৮৯. আ + আ = আ হয় - এ সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে? ক) সদানন্দ খ) কথামৃত গ) দেবালয় ঘ) প্রাণাধিক সঠিক উত্তর: (ক) ৯০. উপরি + উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি? ক) উপর্যুপরি খ) উপর্যপরি গ) উপরিউপার ঘ) পুনরপি সঠিক উত্তর: (ক) ৯১. অহর্নিশ - সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) অহ + নিশ খ) অহো + নিশা গ) অহঃ + নিশা ঘ) অহর + নিশ সঠিক উত্তর: (গ) ৯২. ‘ষোড়শ’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) ষট + অশ খ) ষট্ + দশ গ) ষড় + অশ ঘ) ষড় + দশ সঠিক উত্তর: (খ) ৯৩. ‘তদবধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) তত + বধি খ) তৎ + বধি গ) তদ + অবধি ঘ) তৎ + অবধি সঠিক উত্তর: (ঘ) ৯৪. উৎ + ছেদ = ক) উচ্ছেদ খ) উৎছেদ গ) উছ্যেদ ঘ) উৎছাদ সঠিক উত্তর: (ক) ৯৫. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়? ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক উত্তর: (খ) ৯৬. ‘সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি? ক) সুন্দর খ) সুদর্শন গ) সন্দর্শন ঘ) সৌন্দর্য সঠিক উত্তর: (গ) ৯৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? ক) পবন খ) গবাক্ষ গ) পরিচ্ছদ ঘ) সজ্জন সঠিক উত্তর: (খ) ৯৮. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি? ক) তৎ + রূপ = তদ্রুপ খ) সম্ + তাপ = সন্তাপ গ) রাজ্ + নী = রাজ্ঞী ঘ) তদ্ + কাল = তৎকাল সঠিক উত্তর: (গ)
×