ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যারা পাকিস্তানের পূজা করে তারা দেশের উন্নয়ন চায় না ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৮, ১৬ আগস্ট ২০১৮

যারা পাকিস্তানের পূজা করে তারা দেশের উন্নয়ন চায় না ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে দুর্বল করার ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি। বর্তমান সরকার যখন দেশকে উন্নয়নের রোল মডেল করছে তখন পাকিস্তানের পূজারীরা তা পছন্দ করছেন না। বিএনপির আমলে ১৭ আগস্ট সারাদেশের ৬১টি আদালতে বোমা হামলা হয়েছিল। তারা বিশ্বে প্রমাণ করতে চায়, বাংলাদেশ শুধু তলাবিহীন ঝুড়িই নয়, এটা একটা সন্ত্রাসী দেশ। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাঙালীরা সন্ত্রাস-যুদ্ধ পছন্দ করে না, তারা পছন্দ করে উন্নয়ন ও শান্তি। আইনমন্ত্রী বুধবার বিকেলে কসবা পৌর সুপার মার্কেট চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানির সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী আজহার উদ্দিন, রুহল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
×