ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মসজিদ ভাঙার চেষ্টা নিয়ে চীনে উত্তেজনা

প্রকাশিত: ১৮:৩৮, ১৬ আগস্ট ২০১৮

মসজিদ ভাঙার চেষ্টা নিয়ে চীনে উত্তেজনা

অনলাইন ডেস্ক ॥ চীনের পশ্চিমাঞ্চলে নিংজিয়া এলাকায় পরিকল্পিতভাবে একটি মসজিদ ভাঙার চেষ্টা ঠেকাতে শত শত মুসলমান কর্তৃপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনায় দেশটিতে উত্তেজনা বিরাজ করছে। মসজিদ ভাঙার এই চেষ্টা মানুষের ধর্মীয় রীতি অনুশীলনের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা বলে মনে করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক লেখক ও গবেষক ডেভিড স্ট্রাওপ। যদিও মসজিদ ভাঙার কারণ হিসেবে স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং নির্মাণের অনুমোদন দেয়া হয়নি। এর জবাবে ওয়েইজু’র হুই মুসলিম সম্প্রদায়ের নাগরিকরা মসজিদ ভাঙার কাজ বন্ধ করতে সেখানে অবস্থান নেন। বিক্ষোভের মুখে সরকার পুরোপুরি না ভাঙার সিদ্ধান্ত নিলেও মসজিদের আরবিয় নকশায় পরিবর্তন আনার চিন্তা করছে। তবে তা করতে গেলেও ওয়েইজু’র ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হারিয়ে যেতে পারে এবং চীনের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্প্রদায়ের ধর্মীয় বোধ এতে আঘাতপ্রাপ্ত হতে পারে বলে মনে করেন স্ট্রাওপ।
×