ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে কাতার

প্রকাশিত: ১৯:১৬, ১৬ আগস্ট ২০১৮

তুরস্কে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে কাতার

অনলাইন ডেস্ক ॥যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়া তুরস্কের অর্থনীতিকে চাঙ্গা করতে দেশটিতে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কাতার। বুধবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে এক বৈঠকের পর কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি সামরিক জোট ন্যাটোর সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনায় জড়িয়ে পড়লে তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন হয়। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন বৈরি মনোভাবের এক সপ্তাহের মধ্যেই তুরস্ক সফর করা প্রথম রাষ্ট্রপ্রধান হলেন কাতারের আমির। এক টুইটবার্তায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বলেন, ‘আমরা তুরস্কের ভাইদের পক্ষে দাঁড়িয়েছি, যারা মুসলিম বিশ্ব ও কাতারের সঙ্গে রয়েছে।’ প্রায় তিন ঘন্টাব্যাপী বৈঠক শেষে কাতারের আমির জানান, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে চমৎকার আলোচনা হয়েছে। এ সময় তুরস্কে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেছি। কারণ দেশটির শক্তিশালী ও নিরেট উৎপাদনশীল অর্থনীতি রয়েছে।’ তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, ‘এ সফরকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ সফর এটাই প্রমাণ করে, কাতার তুরস্কের পাশে আছে।’ উল্লেখ, ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রনসনকে গ্রেফতার করে তুর্কি পুলিশ। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি গ্রুপগুলোর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তুর্কি আদালতে বিচার চলছে তার। তবে অনতিবিলম্বে ব্রনসনের মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই যাজকে গ্রেফতার করায় তুর্কি স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এছাড়া তুর্কি ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর বর্ধিত হারে শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
×