ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিমুলিয়া ঘাটে সিসি ক্যামেরা উদ্বোধন ও পুলিশি ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:৫৩, ১৬ আগস্ট ২০১৮

শিমুলিয়া ঘাটে সিসি ক্যামেরা উদ্বোধন ও পুলিশি ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের শিমুলিয়া ঘাটে স্থায়ী সিসি ক্যামেরা বসানো হয়েছে। বৃহস্পতিবার এ সিসি ক্যামেরার অনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এ সময় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে যাত্রীদেও নিরাপত্তায় ঘাটে মোতায়েনকৃত পুলিশ সদস্যের ব্রিফিংও করেন তিনি। বিংফ্রি শেষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম শিমুলিয়া ঘাটে যাত্রীদের ও চলাচলরত যানবাহনের নিরাপত্তার জন্য ঘাটের বিভিন্ন পয়েন্টে লাগানো ১৬ টি সিসি ক্যামেরা ঘাটের কন্টেল রুম থেকে উদ্বোধন করেন। এ সময়ে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল)কাজী মাকসুদা লিমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান । এ সময়ে অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:লিয়াকত আলী,পরিদর্শক (তদন্ত) মো: রাজিব খান, মাওয়া নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক মো: আরমান হোসেন, মাওয়া ট্রাফিক পুলিশের টিআই মো:সিদ্দিকুর রহমান, শ্রীনগর থানার ওসি আলমঙ্গীর হোসেন ,সিরাজদিখান থানার ওসি আবুল কালামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা। আরো উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর হাওলাদার, মুন্সীগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশি ও প্রচেস্টা পরিবহনের চেয়ারম্যান মো:নোমান মিয়া সহ পরিবহন ও ঘাট সংশ্লিস্টরা।
×