ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় যৌনউত্তেজক ওষুধ জব্দ

প্রকাশিত: ০৩:০৫, ১৬ আগস্ট ২০১৮

পাবনায় যৌনউত্তেজক ওষুধ জব্দ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত ওই কারখানা থেকে আড়াই হাজার বোতল যৌনউত্তেজক সিরাপ জব্দ ও মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার সকালে বিসিক শিল্প নগরির ওই কারখানায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, পাবনা বিসিক শিল্প নগরী এলাকায় এস এম জি ফার্মাসিউটিক্যাল নামের একটি কারখানায় দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ও লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক ঔষধ উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্ব বৃহস্পতিবার সকালে বিসিক শিল্প নগরির ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে ২ হাজার ৪৯৬ বোতল জিনসিন শরবত নামের যৌন উত্তেজক ঔষধ জব্দ ও কারখানার ম্যানেজার তোজাম্মেল হোসেনকে আটক করে। লাইসেন্স ছাড়া ঔষধ উৎপাদনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত ঔষধ ধ্বংস করা হয়।
×