ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১ আহত ১

প্রকাশিত: ০৩:৩৭, ১৬ আগস্ট ২০১৮

দিনাজপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে  নিহত ১ আহত  ১

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পাথরবাহী ট্রাকের সাথে পিকআপের (মিনি ট্রাক) সংঘর্ষে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে পিকআপের চালক আব্দুল আলিম (২৮)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায়, ফুলবাড়ী-রংপুর মহাসড়কের পৌর এলাকার তেতুঁলিয়া মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত সমসের আলীর ছেলে ও আহত চালক উপজেলার দাদপুর মালিপাড়া গ্রামের বাহাছ উদ্দিনের ছেলে। ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, মধ্যপাড়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্র-ট-২০-৩৮১১) যান্ত্রির ত্রুটির কারণে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের তেতুঁলিয়া মোড়ে লাকি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। ভোর আনুমানিক সাড়ে চারটার সময় একই দিকে যাওয়া ফুলবাড়ীগামী পিকআপ (ঢাকা মেট্র-ন-১৪-৬৫৫০) দাঁড়িয়ে থাকা পাথরের ট্রাকে পিছন থেকে সজরে ধাক্কা মারে। এতে পিকআাপটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এই ঘটনায় পিকআপে থাকা ধান ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও পিকআপের চালক আব্দুল আলিম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় ধান ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও পিকআপের চালক আব্দুল আলিমকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধান ব্যবসায়ী সিরাজুলকে মৃত বলে ঘোষনা করে। পিকআপের চালক আব্দুল আলিমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
×