ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:৩১, ১৮ আগস্ট ২০১৮

 লক্ষ্মীপুরে পানিতে  ডুবে চার শিশুর  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ আগস্ট ॥ সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একই দিনে রামগতিতে পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন (৪) নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে উপজেলার মহাদেবপুর গ্রামের খলিলুর রহমানের শিশু পুত্র বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মোঃ আলী (৬) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। পানিতে ডুবে মৃত মোহাম্মদ আলীর চাচা মাওলানা মিজানুর রহমান জানান, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুর পাড়ের বালুর স্তুপে খেলতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। স্বজনদের ধারণা, একটি শিশু পানিতে পড়ে গেলে অপর দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টাকালে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। অপরদিকে একই দিনে রামগতি উপজেলার চরসীতা গ্রামে নিজ বাড়িতে পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন (৪) নামে অপর শিশুর মৃত্যু হয়েছে। তার পিতার নাম আলমগীর হোসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল হক শিশু ইয়াসমিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
×