ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরিদপুরে ভিজিএফ চালসহ ইউপি সদস্যকে গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩২, ১৮ আগস্ট ২০১৮

 ফরিদপুরে ভিজিএফ চালসহ ইউপি  সদস্যকে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ আগস্ট ॥ সদরপুরে এক ইউপি সদস্যকে ভার্নারেবল গ্রুপ ফ্রিডিং (ভিজিএফ) এর ৩০ বস্তা চালসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ওই ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। ওই ইউপি সদস্যের নাম আয়নাল বেপারি (৩৯)। তিনি উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়নের সদর বেপারি ডাঙ্গী গ্রামের বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ওই ইউনিয়নে এক হাজার ২১২ জন হত দরিদ্রদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হচ্ছিল। স্থানীয়রা অভিযোগ করে জানান, ২০ কেজি করে চাল দেবার কথা থাকলেও বেশিরভাগ লোকদের ১২/১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া তালিকায় অনেকের নাম থাকলেও চাল শেষ হয়ে গেছে এমন কথা বলে তাদের বিদায় করা হয়। দুপুর ২টার দিকে ইউপি ভবন থেকে সরকারী ভিজিএফ চাল আয়নাল বেপারি ও তার চক্রের লোকজন গোপনে অটোযোগে সরিয়ে নেন। ইউপি সদস্য আয়নাল বেপারি ইউনিয়ন পরিষদের পাশের একটি বাড়িতে চাল সরিয়ে রেখেছেন এমন কথা স্থানীয়রা জানার পর সেখানে গিয়ে বেশকিছু চালের বস্তা দেখতে পান। এ সময় স্থানীয়রা ইউপি সদস্যকে ঘেরাও করে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়া হয়। খবর দেয়া হয় ওই ইউনিয়নের ট্যাগ কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত সদরপুর সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেনকে। পরে ট্যাগ কর্মকর্তা পারভেজ হোসেন বিষয়টি সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের রহমানকে জানান। জোবায়ের রহমান বিষয়টি সদরপুরের অতিরিক্ত দায়িত্বে থাকা চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহারকে অবগত করেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে সদরপুর উপজেলার সহকারী কমিশনার পুলিশসহ ঘটনাস্থলে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ২১ বস্তা চাল, ইউপি সদস্যের গুদাম ও ইজি বাইক (অটো)-এর মধ্যে থেকে আরও ৯ বস্তাসহ মোট ৩০ বস্তা চাউল জব্দ করেন তিনি।
×