ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৭:৫৭, ১৮ আগস্ট ২০১৮

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ স্বদেশের প্রতি দায়বদ্ধ কবি শামসুর রাহমান। কবিতার বরপুত্রখ্যাত এই কবির হাত ধরেই আধুনিকতার পথে একধাপ এগিয়ে যায় বাংলা কবিতা । শুক্রবার ছিল এই কবির ১২তম মৃত্যুবার্ষিকী। দোয়া মাহফিল, কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন ইত্যাদি নানা আয়োজনে কবির মৃত্যুবার্ষিকী পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দোয়া মাহফিলের পাশাপাশি সকালে বনানী কবরস্থানে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় কবিতা পরিষদ এবং কবি শামসুর রাহমান স্মৃতি পরিষদের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, আবৃত্তিশিল্পী শাহাদাত হোসেন নিপু প্রমুখ। এতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কেন্দ্রীয় নেতা এম এ কাদের খান, অভিনেতা হাবীবুল্লাহ রিপন, অভিনেত্রী শম্পা রহমান প্রমুখ। এরপর কবির বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
×