ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজ বাড়িতে মওদুদকে অবরুদ্ধ রাখার অভিযোগ

প্রকাশিত: ০৮:১৯, ১৮ আগস্ট ২০১৮

নিজ বাড়িতে মওদুদকে অবরুদ্ধ রাখার  অভিযোগ

বিডিনিউজ ॥ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে নোয়াখালীর বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, নিরাপত্তার জন্য তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনেও পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। বৃহস্পতিবার মওদুদ আহমদ নিজেও সাংবাদিকদের এই অভিযোগ করেন। ওইদিন সকালে তিনি বাড়ি যান। সেখানে কয়েকজন সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেন। এরপর থেকে মওদুদ বাড়িতেই অবস্থান করছেন। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের জেলা সভাপতি গোলাম হায়দার বিএসসি। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে মওদুদ আহমদ তার নিজ বাড়িতে অবরুদ্ধ রয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির জেলা সাধারণ সম্পাদক আবদুর রহমান, শহর সভাপতি আবু নাছের, সদর উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মওদুদ আহমদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সত্য নয় দাবি করেন নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ। মওদুদ আহমদকে অবরুদ্ধ করে রাখা সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানানো হয়।
×