ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে ১ কোটি ২৮ লাখ টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১৮:১৩, ১৮ আগস্ট ২০১৮

টেকনাফে ১ কোটি ২৮ লাখ টাকার ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ৪২ হাজার ৬৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ১১টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে চিহ্নিত ৩টি পয়েন্ট দিয়ে এখনো মাদকের চালান বন্ধ না হওয়ায় ঈদ উপলক্ষে মওজুদ করছে মাদক সংশ্লিষ্ট সিন্ডিকেট। জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির নায়েক ছাবির উদ্দিন হোয়াব্রাং পয়েন্টে নিয়মিত টহল দেওয়ার সময় ইয়াবার চালান আসার খবর পেয়ে ওঁৎ পেতে থাকে। কিছুক্ষণ পর একজন লোক ১টি বস্তা মাথায় করে বেড়িবাঁধ অতিক্রম করার সময় বিজিবি জওয়ানেরা ধাওয়া দিলে তিনি বস্তাটি মাঠ পালিয়ে যান। বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৯শ' টাকা মূল্যমানের ৪২ হাজার ৬৫৩ পিস ইয়াবা পায়। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এদিকে হ্নীলা সুলিশ পাড়া, হোয়াব্রাং ও মৌলভী বাজার পয়েন্টে সোর্স নামধারী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে মাদক চোরাকারবারী চক্র সক্রিয় থেকে বিভিন্ন প্রকার মাদকের বড় বড় চালান খালাস করছে বলে জানা গেছে। তাদের অপতৎপরতা বন্ধ না হওয়ায় জনমনে ক্ষুদ্ধ সচেতন মহল।
×