ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রীতি ম্যাচে ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড

প্রকাশিত: ১৯:১৪, ১৮ আগস্ট ২০১৮

প্রীতি ম্যাচে ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড

অনলাইন ডেস্ক ॥ সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামবে ফুটবল বিশ্বের বড় দলগুলো। আন্তর্জাতিক এই সূচীতে ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও ১১ সেপ্টেম্বর এল সালভাদরের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশ ব্রাজিল। এই দুই প্রীতি ম্যাচের তারুণ্যকে প্রাধান্য দিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। দলে রয়েছেন নেইমার, কৌতিনহো, ফিরমিনো, উইলিয়ানদের মতো তারকারা। আবার সুযোগ পেয়েছেন পাকুইটা, পেদ্রো, ফিলিপে ও এভারটনের মতো তরূনরাও। তবে বিশ্বকাপ স্কোয়াডে থাকা মার্সেলো, মিরান্ডা, পাওলিনহো, ফার্নান্দিনহো ও গ্যাব্রিয়েল হেসুস জায়গা হারিয়েছেন দল থেকে। ব্যক্তিগত কারণে নাম সরিয়ে নিয়েছেন গোলরক্ষক এডারসন। প্রীতি ম্যাচে ব্রাজিলের স্কোয়াড গোলরক্ষক : অ্যালিসন বেকার, হুগো ও নেতো ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, ডেডে, ফ্যাবিনহো, ফ্যাগনার, ফিলিপে, ফিলিপে লুইস, মারকুইনোজ ও থিয়াগো সিলভা। মিডফিল্ডার : আন্দ্রেস পেরেইরা, আর্থুর, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুইটা, ফিলিপে কৌতিনহো ও রেনাতো অগাস্তো। ফরোয়ার্ড : ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো, নেইমার, পেদ্রো, উইলিয়ান ও এভারটন।
×