ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাইসাইকেলে ভারতের দিঘা থেকে সংহতি যাত্রা ॥ ওরা এখন শিবচরে

প্রকাশিত: ১৯:২৩, ১৮ আগস্ট ২০১৮

বাইসাইকেলে ভারতের দিঘা থেকে সংহতি যাত্রা ॥ ওরা এখন শিবচরে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বাইসাইকেল চালিয়ে ভারতের দিঘা থেকে সংহতি যাত্রা শুরু করে প্রায় ৭‘শ কিলোমিটার পথ অতিক্রম করে ওরা ৫জন এখন জেলার শিবচরে পৌঁছেছেন। দীর্ঘ যাত্রাপথে তারা কন্যা সন্তান রক্ষা, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, সাইবার সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সচেতনতামূলক সামাজিক বার্তা ও লিফলেট মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ‘কন্যা সন্তান বাঁচান, বিশ^ উষ্ণায়নের বিরুদ্ধে গাছ লাগান, বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসুন, সাইবার সচেতনতা বৃদ্ধি করুন ও মানুষ পাচার প্রতিরোধ করুন’ এই ৫ টি সামাজিক বার্তা নিয়ে গত ৩ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের দিঘা থেকে সাইকেলে সংহতি যাত্রা শুরু করেন ৫ সদস্যের একটি দল। এ দলে রয়েছেন শোভন কান্তি চট্রোপাধ্যায়, জহরলাল মন্ডল, শংকর খাঁড়া, চন্দ্রকান্ত সামন্ত ও কৃষ্ণেন্দু বেরা। প্রতিনিধি দলটি ৩ আস্ট দিঘা থেকে রওনা দিয়ে ভারতের হেড়িয়া, মহিষাদল, উলুবেড়িয়া, রবিন্দ্রসদন, বারাসাত, গোবরডাঙ্গা হয়ে ১১ আগস্ট ভারত-বাংলাদেশ সিমান্তে বৃক্ষরোপন করে বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর দলটি সাইকেল চালিয়েই যশোর, লোহাগাড়া, ভাটিয়াপাড়া হয়ে ১৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মাদারীপুরের টেকেরহাট, সদর উপজেলার শ্রীশ্রী প্রণব মঠ হয়ে শুক্রবার শিবচর পৌছান। তারা শিবচরের বিভিন্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মূর্যাল, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। যাত্রাপথে পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামের সামনে পৌর মেয়র আওলাদ হোসেন খান, সাবেক মেয়র আঃ লতিফ মোল্লা তাদেরকে স্বাগত জানান।
×