ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুলে শিক্ষিকার প্রেমে মজেছিলেন সালমান!

প্রকাশিত: ১৯:৫২, ১৮ আগস্ট ২০১৮

স্কুলে শিক্ষিকার প্রেমে মজেছিলেন সালমান!

অনলাইন ডেস্ক ॥ বলিউড সুপারস্টার সালমান খান জানালেন, স্কুলে পড়ার সময় শিক্ষিকার প্রেমে মজেছিলেন তিনি। তিনি মনে করেন, স্কুলে কেউ শিক্ষিকার প্রেমে পড়েনি, এটা অসম্ভব ব্যাপার। টিভি শো ‘দাস কা দাম–দামদার’-এর একটি পর্বের শুটিং চলাকালে সালমান এসব কথা বলেন। সালমান খান জানান, যখন তিনি স্কুলে পড়তেন, তখন তিনিও শিক্ষিকার সঙ্গে দুষ্টুমি করতেন। শুধু তা-ই নয়, স্কুল ছুটি হলে সালমান খান তাঁর শিক্ষিকাকে সাইকেলে চড়িয়ে বাসায় দিয়ে আসতেন। সাইকেলের পেছনে যে বসার ক্যারিয়ারটি থাকে, তিনি সেটা খুলে ফেলেছিলেন। কারণ শিক্ষিকাকে তিনি তাঁর সামনে বসাতে চাইতেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য দেয়। সালমান খান বলেন, ‘স্কুলে কেউ শিক্ষিকার প্রেমে পড়েনি, এটা অসম্ভব। বেশিরভাগ মানুষই এটা বলতে চায় না। কিন্তু আমি সবার সমানে বলছি, আমি আমার স্কুলের শিক্ষিকার সঙ্গে অনেক দুষ্টুমি করেছি।’ সম্প্রতি ওই শোতে বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে সালমান অভিনেতা-কমেডিয়ান সুনীল গ্রোভারের জন্মদিন উদযাপন করেন। একটি বিশেষ পর্বের শুটিংয়ের জন্য শাহরুখ সেখানে উপস্থিত হন। ওই দিনই সুনীল গ্রোভারের জন্মদিন ছিল। শুটিংয়ের এক ফাঁকে দুই খানের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটেন সুনীল গ্রোভার। সুনীল গ্রোভারের আয়োজনে এটা ‘দাস কা দামে’র শেষ পর্ব। সালমান খানের ‘ভারত’ ছবিতেও অভিনয় করছেন সুনীল। ছবিতে সালমান খানের বন্ধুর ভূমিকায় অভিনয় করবেন সুনীল। এ ছাড়া ছবিতে সুনীলের অভিনয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কালারস টিভিতে সালমান খানের ‘বিগ বস’ শো এখন জনপ্রিয়তার তুঙ্গে। আগামী মাসে পরবর্তী পর্বের জন্যও তিনি শুটিং করেছেন। প্রথম প্রোমোর ভিডিওতে দেখা যায়, শিক্ষক সালমান শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। বিগ বসের ১২তম পর্বটি আগামী ১৬ সেপ্টেম্বর কালারস টিভিতে দেখানো হবে। সালমান খান এখন ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ইউরোপের দেশ মালটায় দ্বিতীয় পর্বের শুটিং চলছে। আরব আমিরাতের আবুধাবিতেও এ ছবির শুটিং হবে। তা ছাড়া ভারতের পাঞ্জাব ও দিল্লি তো আছেই। আলী আব্বাস জাফর পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি ও টাবু। ছবিটি প্রযোজনা করছে অতুল অগ্নিহোত্রীর রিল লাইফ প্রডাকশন প্রাইভেট লিমিটেড ও ভূষণ কুমারের টি-সিরিজ। ২০১৯ সালে ‘ভারত’ মুক্তি পাবে।
×