ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৈকতে ভেসে এল ১২২টি মৃত কচ্ছপ

প্রকাশিত: ২০:২৬, ১৮ আগস্ট ২০১৮

সৈকতে ভেসে এল ১২২টি মৃত কচ্ছপ

অনলাইন ডেস্ক ॥ ঢেউয়ের তোড়ে সৈকতে ভেসে এসেছে ১২২টি মৃত কচ্ছপ। বেশির ভাগই বিপন্ন প্রজাতির। গতকাল শুক্রবার মেক্সিকোতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় ছোট্ট শহর পুয়েরতো আরিস্তার সৈকতে মৃত এই কচ্ছপগুলো মানুষের নজরে পড়ে। শহরটি দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস অঙ্গরাজ্যে। কী কারণে এই কচ্ছপগুলোর মৃত্যু হলো, তা পরিষ্কার নয়। তবে এই কচ্ছপগুলোর ১০ শতাংশের মাথায় ও খোলের ওপর আঘাতের চিহ্ন রয়েছেন। আর আঘাতগুলো মাছ ধরার বড়শি বা জালের কারণে বলে পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কচ্ছপগুলো যখন নজরে আসে, ততক্ষণে এগুলোয় অনেকটা পচন ধরেছে। তাই এগুলো ময়নাতদন্ত করা যায়নি। মৃত কচ্ছপগুলোর মধ্যে ১১১টি বিপন্ন প্যাসিফিক রিডলে প্রজাতির। মেক্সিকো ১৯৯০ সালে সমুদ্রে কচ্ছপ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু কচ্ছপের ডিমের জন্য গড়ে উঠেছে কালোবাজার।
×