ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারদায় পুলিশ একাডেমির ব্যারাকে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২২:৩৯, ১৮ আগস্ট ২০১৮

সারদায় পুলিশ একাডেমির ব্যারাকে  অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ব্যারাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্যারাকে থাকা ক্যাডেটদের শিক্ষাসনদসহ আসবাবপত্র ভস্মীভুত হয়ে। তবে অগ্নিকা-অগ্নিকাণ্ডের ক্যাডেটরা প্রশিক্ষণে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আজ শনিবার সকাল পৌনে ৬টা থেকে ৬টার মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। সারদা পুলিশ একাডেমির সিনিয়র সহকারি পুলিশ সুপার সাহাবুদ্দিন আহম্মেদ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবদেন দিতে বলা হয়েছে। তিনি জানান, শনিবার সকাল পৌনে ৬টার দিকে বহিরাগত ক্যাডেটরা যখন প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন তখন বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একাডেমির ৬ তলা আউট সাইড ক্যাডেটদের ব্যারাকের নিচ তলায় আগুন লাগে। অগ্নিকান্ডের ঘটনায় ব্যারাকের নীচ তলায় অবস্থানকারী ৬৪ জন বহিরাগত ক্যাডটদের শিক্ষাজীবনের সনদসহ ব্যক্তিগত ও প্রশিক্ষণ সংক্রান্ত মালামাল ভস্মীভূত হয়েছে। একাডেমির প্রিন্সিপ্যালের মৌখিক নির্দেশে গঠিত কমিটি অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণের কাজ শুরু করছে। চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শেখ মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে বিদ্যুতের সর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করেন তিনি।
×